রাজ্য

দুঃস্থকে সাহায্য করতে গিয়ে জুটল অপমান, বিডিও-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বিজেপি নেত্রীর, শোরগোল গলসিতে

প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojna) আবেদনপত্র জমা দিতে গিয়ে হেনস্থার শিকার বিজেপি নেত্রী (BJP Leader)। অভিযোগ, দুঃস্থ মহিলাদের হয়ে আবাস যোজনার আবেদনপত্র জমা দিতে গেলে বিজেপি নেত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন বিডিও। ঘটনাটি ঘটেছে গলসি ২ নম্বর পঞ্চায়েতে। এই ঘটনায় ওই বিডিও সঞ্জীব সেনের (Sanjib Sen) বিরুদ্ধে জেলাশাসক, মহকুমা শাসক- সহ থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা তথা বিজেপি নেত্রী সুমিতা পাল (Sumita Pal)। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জানা গিয়েছে, গত ৬ই জানুয়ারি পর্যন্ত আবাস যোজনার আবেদন পত্র জমা নেওয়া হয়। কিন্তু উক্ত এলাকার দুই দুঃস্থ মহিলা আবেদন পত্র জমা দিতে পারেন নি। সেই কারণে গত ৯ই জানুয়ারি ওই দুই মহিলাকে সঙ্গে নিয়ে বিডিও-র কাছে তাদের আবেদনপত্র জমা দিতে যান বিজেপি নেত্রী। অভিযোগ, বিডিও তো আবেদনপত্র জমা নেনই নি। উল্টে তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করে বিডিও।

অফিসের কর্মীদের মিষ্টি আনতে বলেন বিডিও। এই ঘটনায় চূড়ান্ত অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী। শুধু তাই নয়, এর পাশাপাশি দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। বিডিও-র এমন আচরণে বেজায় ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেত্রী। ঘটনায় মহকুমা শাসক জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। বিষয়টি দেখবেন বলে জানা  তিনি।।

তবে বিডিও সঞ্জীব সেন এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, “পঞ্চায়েত সদস্যার সঙ্গে অশালীন ব্যবহার করার কথা আমি ভাবতে পারি না আমি আমার অফিসে কারও সঙ্গে খারাপ ব্যবহার করি না। তবুও তিনি কেন এ ধরনের অভিযোগ করেছেন আমি জানিনা”।

বলে রাখি, কিছুদিন আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা নিয়ে গলসি দু’নম্বর ব্লকে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে তাদের সকলের নাম বাদ পড়েছিল। সেই বিতর্ক না কাটতেই এবার বিজেপি নেত্রীর এহেন অভিযোগে ফের নতুন করে শিরোনামে উঠে এল এই এলাকা।  

Back to top button
%d bloggers like this: