রাজ্য

বয়সের বাধা মানে না প্রেম! সম্পর্কের টানে নতুন সংসার গড়তে নাবালক প্রেমিকের হাত ধরে পালালেন গৃহবধূ

বয়সে কীই বা যায় আসে! নতুন করে ফের সংসার গড়ার স্বপ্ন দেখছিলেন। সেই কারণেই নাবালক প্রেমিকের সঙ্গেই এক সন্তানকে নিয়ে পালালেন গৃহবধূ। তবে শেষ পর্যন্ত সংসার বাধা আর হল না। সারাদিন নানান টানাপোড়েনের পর দু’জনকেই ফিরতে হলে নিজের নিজের বাড়ি।

ভালোবাসা কোনও বয়স বা ধর্ম মানে না। আর একথা ফের প্রমাণ করল তমলুকের যুগল। প্রেমিক ময়নার আনন্দপুরের বাসিন্দা। বয়স ১৭ বছর। বর্তমানে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে সে। আর গৃহবধূ হলেন তিলখোজা গ্রামের বাসিন্দা।

সূত্রের খবর, বছর তিনেক আগে মোবাইলে মিসড কলের সূত্র ধরেই আলাপ হয় দু’জনের। কথাবার্তা এগোতে থাকে ধীরে ধীরে। দু’জন ভিন্ন ধর্মের মানুষ হলেও, বেশ গভীর সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।

এদিকে, স্বামীর সঙ্গে বাড়িতে অশান্তি বাড়তে থাকে বধূর। প্রেমিকের সঙ্গে নতুন সংসার বাধার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। এভাবেই দিন কাটছিল বেশ। তবে কিছুদিন আগেই স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হয় ওই গৃহবধূর। ছোটো ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যান তিনি।

এসবের মাঝেই প্রেমিকের সঙ্গে সংসার সাজানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন গৃহবধূ। জানা গিয়েছে, গত রবিবার রাতে সন্তানকে নিয়ে সোজা প্রেমিকের বাড়ি হাজির হন তিনি। তা দেখে রীতিমতো অবাক হন নাবালকের মা-বাবা। তারা কী করবেন বুঝেই উঠতে পারছিলেন না। যুগলকে নিয়ে থানায় যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। সোমবারও দীর্ঘক্ষণ থানাতেই ছিলেন। আলোচনা শেষে ওই গৃহবধূ ও নাবালককে নিজের নিজের বাড়ি পাঠানো হয়।

Back to top button
%d bloggers like this: