বিহার থেকে বেআইনি অস্ত্র পাচারের ছক, কাটোয়া স্টেশন থেকে উদ্ধার প্রচুর বেআইনি গুলি-পিস্তল, ধৃত ৩

রাজ্যে এখন চলছে কড়া তল্লাশি। নানান প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক। জেলায় জেলায় অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। এমন আবহে এবার কাটোয়া স্টেশন থেকে উদ্ধার হল প্রচুর বেআইনি গুলি ও পিস্তল।
সূত্রের খবর, গতকাল, সোমবার রাতে রাজ্য পুলিশের এসটিএফ অভিযান চালায় কাটোয়া স্টেশনে। সেখান থেকে আটক করা হয় ৩ জনকে। তাদের থেকে প্রচুর পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র এনে পাচারের ছক কষা হচ্ছিল। তবে এসটিএফের অভিযানে তা ভেস্তে গেল।
গোপন সূত্রে আগে থেকেই খবর পেয়ে সোমবার রাতে কাটোয়া স্টেশনে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। এদিন রাত ১১টা নাগাদ তিন দুষ্কৃতী বেআইনি অস্ত্র নিয়ে জড়ো হয় ও স্টেশনে। সেই অস্ত্র পাচার করাই মূল উদ্দেশ্য ছিল। তবে পাচারের আগেই তাদের হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতদের নাম সুদীপ খান, কাওসার শেখ, ও শ্রীলাল মণ্ডল। এদের মধ্যে দুজনের বাড়ি মুর্শিদাবাদে ও শ্রীলাল মণ্ডলের বাড়ি বিহারের মুঙ্গেরে।
জানা গিয়েছে, শ্রীলাল অস্ত্র নিয়ে বিহার থেকে এসেছিল। আর বাকি দু’জন মুর্শিদাবাদ থেকে আসে সেই অস্ত্র সংগ্রহ করতে। এই ধৃতদের থেকে উদ্ধার হয়েছে তিনটি নাইন এমএম পিস্তল। ১৪ রাউন্ড গুলি ও ছ’টি ম্যাগাজিন মিলেছে। এই অস্ত্র কোথায় পাচার করার ছক ছিল তা এখনও জানা যায়নি।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়। আজ, মঙ্গলবার সকালে তাদের তিনজনের মেডিক্যাল পরীক্ষা করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, আজই তাদের কাটোয়া আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এসটিএফ। এই পাচার চক্রের সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করা হবে বলে জানা যাচ্ছে।