রাতের অন্ধকারে ব্যালট বাক্স লুটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিরোধীদের, রণক্ষেত্র এগরা

পঞ্চায়েত নির্বাচন মিটলেও অশান্তি যেন মিটছে না। ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। স্ট্রং রুম পাহারাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল এগরাতে। রাতের অন্ধকারে ব্যালট বাক্স চুরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা।
কী অভিযোগ উঠেছে?
এগরা ২ নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে ব্যালট বাক্সে কারচুপি করেছে তৃণমূল। ব্যালট বাক্স লুট করা হয়েছে বলে দাবী তাদের। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়া হয়।
কী দাবী বিজেপির?
স্থানীয় বিজেপি কর্মীদের দাবী, রাতের অন্ধকারে স্ট্রং রুমের মধ্যে যায় তৃণমূল কর্মীরা। কিন্তু বিজেপি কর্মীদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। স্ট্রং রুমের ভেতরে তৃণমূল কর্মীরা ব্যালট বাক্সে কারচুপি করে বলে অভিযোগ। গতকাল রাত থেকেই স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।
এমন বিক্ষোভের জেরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। পুলিশের ওপর শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে রণক্ষেত্রের চেহারা নেয় স্ট্রং রুম চত্বর।
পঞ্চায়েত নির্বাচনের শুরুর থেকেই দিকে দিকে নানান অশান্তি খবর উঠে এসেছে। খু’ন, বোমাবাজি, ভোট লুট, দেদার ছাপ্পা ভোট, ব্যালট বক্স পুড়িয়ে দেওয়া সবই ঘটেছে। পঞ্চায়েত ভোটে হিংসার জেরে প্রাণ গিয়েছে ১৬ জনের। আজ, সোমবার রাজ্যে হচ্ছে পুনর্নির্বাচন। এদিনও নানান অশান্তির খবর মিলছে।