‘গলা কা’টা হবে’, বিজেপি প্রার্থীর বাড়িতে হুমকি পোস্টার, পুনর্নির্বাচনের আগে ফের উত্তপ্ত কোচবিহার, অভিযুক্ত তৃণমূল

গত শনিবার পঞ্চায়েত ভোটে এক অরাজকতার সৃষ্টি হয় বাংলায়। হিংসা, খু’ন, ভোট লুট, দেদার ছাপ্পা ভোট, দুষ্কৃতীদের তাণ্ডব সবই দেখেছে রাজ্য। সেই অশান্তির পর আজ, সোমবার রাজ্যে পুনর্নির্বাচন। সকাল থেকে রাজ্যের ৬৯৬টি বুথে শুরু হয়েছে ভোট। ভোটের দিন কোচবিহারেও খু’নের ঘটনা ঘটেছে। আজ এই জেলার ৫৩টি বুথে রয়েছে পুনর্নির্বাচন। কিন্তু এদিনও ফের একবার উত্তেজনা ছড়াল এই জেলায়।
ঘটনাটি কী ঘটেছে?
ঘুঘুমারি অঞ্চলের ১৫৬ নম্বর বুথ বসেররহাট এলাকার পঞ্চায়েত প্রার্থী হয়েছেন রেশমি দে ভৌমিক। বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তিনি। অভিযোগ, তাঁর বাড়ির সামনে হুমকির পোস্টার পড়েছে। এই ঘটনায় অভিযোগের তীর শাসকদলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এই পোস্টারে লাল কালিতে লেখা হুমকি। তাতে লেখা – গেলে গলা কাটা হবে, সাবধান। ভোটকেন্দ্রে গেলে এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। এই হুমকি পোস্টারের পরও বুথমুখী হতে চান রেশমি দে ভৌমিক। কে বা কারা এই পোস্টার দিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর বাড়ির সামনে এই পোস্টার দিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কোথায় কোথায় হচ্ছে পুনর্নির্বাচন?
অন্যদিকে, পঞ্চায়েত ভোটের দিন তুমুল উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। পঞ্চায়েত ভোটের দিন অর্থাৎ শনিবার খড়গ্রাম হাই প্রাইমারি স্কুলে ব্যালট বক্স নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা। সেই ঘটনার জেরে আজ, সোমবার সেখানে রয়েছে পুনর্নির্বাচন। আঁটসাঁট নিরাপত্তা রয়েছে সেখানে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীও।
আবার, ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া হাই মাদ্রাসা বুথে পর্যাপ্ত নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে পুনর্নির্বাচন চলছে। ভোটের দিন ছাপ্পা ভোটের অভিযোগে ব্যালট পেপার পুড়িয়ে ও জলে ফেলে দেয় বিরোধীরা। সেই কারণে আজ ফের ভোট হচ্ছে সেখানে। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।