উত্তর ভারত বানভাসি, উত্তরবঙ্গেও জারি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের শিকে কী ছিঁড়বে? বৃষ্টির দেখা পাবে কলকাতা-সহ বাকি জেলা?

উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে বানের জেরে বিপর্যস্ত জনজীবন। দিল্লিতেও একনাগাড়ে বৃষ্টির জেরে বন্যার পরিস্থিতি। উত্তর ভারত কার্যত ভাসছে। হড়পা বানের জেরে প্রাণ গিয়েছে একাধিকের। মৌসম ভবনের পূর্বাভাস, উত্তর ভারতের কয়েকটি রাজ্যে আগামী কয়েক দিনে বৃষ্টি আরও বাড়বে। পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে।
কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ফের শুরু হবে ভারী বৃষ্টি। পাহাড়ি জেলাগুলিতে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা-সহ বাকি জেলায় মুষলধারে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রায় সেভাবে কোনও হেরফের লক্ষ্য করা যাবে না। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আজ কী বৃষ্টি হবে?
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, সোমবার বিকেলের পর থেকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও সংলগ্ন কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে প্রবল বৃষ্টি হতে পারে। মঙ্গল এবং বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে।
আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থানে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা শিবপুরি সিদ্ধি ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়ার উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত। এর জেরে উত্তর ভারতে বৃষ্টি আরও বাড়বে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, মধ্যপ্রদেশ এবং সিকিম, বিহার, কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।