রাজ্য

হিংসা শুরু বাংলায়!!দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত  ভারতীয় জনতা যুব মোর্চার নেতা

বাংলায় ভোট আসছে! শান্তিপূর্ণ নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য নির্বাচন কমিশনের। রাজ্যে ইতিমধ্যেই ঢুকে গেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে হিংসায় খামতি নেই।

ভোটের মুখে ফের রাজনৈতিক হিংসার খবর এল উত্তর ২৪ পরগনা থেকে। দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ভারতীয় জনতা যুব মোর্চার নেতা l 


আরও পড়ুন-WB Election 2021: কাল তৃণমূলের! প্রতিপক্ষকে মাত দিয়ে আজ রাতেই কি প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র? জানুন বিস্তারিত

যথারীতি অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। আক্রান্ত BJYM নেতার নাম গোবিন্দ বিশ্বাস। তিনি বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি। ঘটনার পর তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবার রাতে গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতে দলীয় সভা সেরে ফেরার সময় তাঁর ওপর হামলা হয়। অভিযোগ, মোটর সাইকেলে ফেরার সময় তাঁর মাথায় পিছন থেকে আঘাত করে কেউ বা কারা। এরপর আহত গোবিন্দবাবুকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করেন দলীয় কর্মীরাই।

আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

আক্রান্ত ওই বিজেপি নেতা জানিয়েছেন, ‘গতকাল ব্রিগেড সমাবেশ নিয়ে আমাদের বৈঠক ছিল। সেই বৈঠক সেরেই মোটর সাইকেলে করে ফিরছিলাম আমি। সেই সময় কমলাপুর এলাকায় কেউ পিছন থেকে আমার মাথায় আঘাত করে। মাথায় হেলমেট পরা ছিল বলে বেঁচে গিয়েছি। হেলমেট ফেটে গিয়েছে।’ আক্রান্তের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই এই কাজ করেছে l

তবে বিজেপির এই অভিযোগ ভোটের প্রাক্কালে অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা গোপাল শেঠ। তাঁর অভিযোগ, ‘কে মেরেছে জানি না। যেই করে থাকুক পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। আমাদের দলের লোকেরা এসব করে না। বিজেপির ভিতরের গোলমালের জন্যই হয়েছে।’

তবে শুধু এই একটি ঘটনাই নয় বিধানসভার নির্বাচন পূর্ববর্তী বাংলায় এইরকম ঘটনা যে নিত্য ঘটবে তা বলা বাহুল্য।

Back to top button
%d