রাজ্য

দুই বিজেপি বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা, গুঞ্জন নিয়ে ক্ষুব্ধ শঙ্কর ঘোষ, ভুয়ো খবরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়কের

গতকাল, মঙ্গলবার সন্ধ্যে থেকেই একটি খবরে মেতে রয়েছে বঙ্গ-রাজনীতি। গুঞ্জন ওঠে বিজেপির এক তারকা বিধায়ক-সহ দুই বিধায়ককে (BJP MLA) নিয়ে। শোনা যায়, তারা নাকি তৃণমূলে যোগ দিতে চলেছেন। তবে সেই দুই বিধায়ক কারা, তা স্পষ্টভাবে জানা যায়নি। এই গুঞ্জনের মাঝেই মুখ খুললেন দুই বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee) ও শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

সূত্র থেকে জানা যায় যে সম্প্রতিই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রীটের অফিসে দেখা করতে যান দুই বিজেপি বিধায়ক। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। গুঞ্জন ওঠে যে দলবদলের জন্যই এই সাক্ষৎ-কথাবার্তা হয়েছে তাদের মধ্যে। শোনা যায়, তৃণমূলে যোগ দিলে কোন দায়িত্ব মিলবে, তা নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ বিজেপিতে একটা বড় ধাক্কা যে অনিবার্য, এমনটাই স্পষ্ট হয়ে যায় গতকাল। কিন্তু এই দুই বিধায়ক কে কে, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু হয়।

এসবের মধ্যেই এই জল্পনা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গতকাল, মঙ্গলবার রাতেই ফেসবুকে একটি লাইভ করেন তিনি। সেখানে বিধায়ক দাবী করেন যে অনেকেই নাকি তাঁকে ফোন করছেন। নানান মহলে নাকি ছড়িয়েছে যে তিনি দলবদল করছেন।

এদিন ফেসবুক লাইভে শঙ্কর বলেন, “বারংবার করে এই ধরনের খবর প্রচার করে আমার ইমেজ নষ্ট করা হচ্ছে। দলের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এই ধরনের নোংরা কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাদের স্বার্থসিদ্ধির জন্য বারবার করে এই ধরনের খবর প্রচার করা হচ্ছে সেটাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করছি”। তিনি এও হুঁশিয়ারি দেন যে এমনটা ঘটতে থাকলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

অন্যদিকে, মঙ্গলবার রাতেই আবার বেশ কয়েকটি ছবি টুইট করেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি জানান যে গ্লোবাল সামিটে যোগ দেওয়ার জন্য তিনি আপাতত মধ্যপ্রদেশে রয়েছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলবদল করার তালিকায় তারকা বিধায়কের নাম রয়েছে, এমন গুঞ্জন উঠতেই এই পোস্ট করেছেন হিরণ। তাদের কথায়, বিধায়ক আসলে বুঝিয়ে দিতে চাইলেন যে তিনি এই মুহূর্তে কলকাতাতেই নেই। আর কোনও রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কোনও অবকাশই নেই তাঁর।

Back to top button
%d bloggers like this: