আন্তর্জাতিক
গোটা বিশ্বজুড়ে স্তব্ধ ইনস্টাগ্রাম, পাঠানো যাচ্ছে না মেসেজ, পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ বিশ্ববাসী

হঠাৎ করেই গোটা বিশ্বে ব্যাহত হল ইনস্টাগ্রাম পরিষেবা। বেশ কয়েক ঘণ্টা ধরেই চলছে এমন পরিস্থিতি। এই নিয়ে টুইটারে ক্ষোভও জারি করছেন ব্যবহারকারীরা।
আজ, বুধবার দুপুরের দিকে হঠাৎই বন্ধ হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অনেক জায়গাতেই বন্ধ পরিষেবা। ভারতেও অনেক ব্যবহারকারীরা মেসেজ পাঠাতে পারছেন না বলে অভিযোগ করছেন। দীর্ঘক্ষণ ধরে কোনও বন্ধু বা কাউকেই কোনও মেসেজ পাঠাতে পারছেন না ব্যবহারকারীরা। একাধিক অভিযোগ উঠে এসেছে টুইটার জুড়ে। তবে ইনস্টাগ্রামের তরফে এখনও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগেও এমন ঘটনার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। গত বছর একাধিক সময় হঠাৎ করে ডাউন হয়ে যায় ইনস্টাগ্রাম ও ফেসবুকের পরিষেবা। এমনকি, হোয়াটসঅ্যাপ পরিষেবাও একবার বন্ধ ছিল দীর্ঘ সময় ধরে। তবে আজকের ইনস্টাগ্রামের এই সমস্যা ঠিক কখন ঠিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।