BIG BREAKING: প্রার্থী তালিকা নিয়ে বড় ঘোষণা বিজেপি’র

আজ, শুক্রবার তৃণমূল ও বামেরা আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তৃণমূলের তরফে সম্পূর্ণ তালিকা ঘোষণা করা হলেও, বামেরা প্রথম দু’দফার তালিকা প্রকাশ করে। এরপরই স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন উঠতে থাকে যে বিজেপি কখন বা কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে। কারণ, আজই সব রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিল বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষে জানিয়ে দেওয়া হয় যে আজ, শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করবে না তারা।
আরও পড়ুন – নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণার পরই দলবদল, ফের বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা
বিজেপির সূত্র অনুযায়ী, আগামী রবিবার ব্রিগেড সমাবেশ রয়েছে বিজেপি। এদিন সমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেদিন বিকেলে প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বিজেপির পক্ষ থেকে। গেরুয়া শিবিরের দাবী, এখন ব্রিগেড নিয়ে সমস্ত নেতা-মন্ত্রীরা ব্যস্ত রয়েছেন। তাই এর মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা হলে কাজের নজর অন্যদিকে ঘুরে যাবে। তাই ব্রিগেডের আগে প্রার্থী তালিকা প্রকাশ করা যাবে না।