রাজ্য

সমাজ সেবার সুযোগ দিলেন না মমতা! আক্ষেপে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে তৃণমূলের সঙ্গ ছাড়লেন নলহাটির বিধায়ক

মমতার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায় সন্তোষের চেয়ে অসন্তোষ বেশি। আরাবুল, সোনালি, দীপেন্দু একের পর এক নাম।

তবে তাঁরা প্রত্যেকেই ক্ষোভ প্রকাশ করলেও দল ছাড়েননি এখন‌ও। কিন্তু বিধানসভা নির্বাচনের টিকিট না পেয়ে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে তোপ দেগে দল ছাড়লেন নলহাটির বিধায়ক মইনুদ্দিন শামস। রাগে, দুঃখে পাথরচাপুরি উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তিনি ইস্তফা দিতে চলেছেন।

আরও পড়ুন–WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

প্রসঙ্গত উল্লেখ্য, আজকে প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় নলহাটি বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক মইনুদ্দিন শামসকে সরিয়ে নলহাটি পুরসভার বিদায়ী বোর্ডের পুরপ্রধান রাজেন্দ্র প্রতাপ সিংকে টিকিট দেওয়া হয়েছে।

আর এরপর‌‌ই সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে তোপ দেগে চোখের জলে নাকের জলে হয়ে দল‌ই ছেড়ে দিলেন শামস। শুধু তাই নয়, নলহাটি থেকে ফের বিধানসভা ভোটে লড়াই করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি পাথরচাপুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে চলেছেন।

কি বলছেন বিধায়ক শামস? তাঁর কথায়, ‘জেলার পাথর ও বালির মাফিয়াদের সঙ্গে আমি আপস করতে পারিনি বলে এবং সেখান থেকে টাকা নিয়ে দলকে দিতে পারিনি তাই আমাকে তৃণমূল টিকিট দেয়নি। আমি ফের নলহাটি থেকে লড়াই করব। আগামী দুই দিনের মধ্যে তা জানিয়ে দেবো।‘

আরও পড়ুন–বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে 

তাৎপর্যপূর্ণ ভাবে, পাথরচাপুড়ি উন্নয়ন পরিষদ গঠনের পর মনিরুল ইসলামকে চেয়ারম্যান করা হয়েছিল। তিনি বিজেপিতে যোগদানের পর মইনুদ্দিন শামসকে সেই দায়িত্ব দেওয়া হয়। দলের প্রার্থীপদ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানিয়ে দল ছাড়া কথা তিনি ঘোষণা করেছেন এবং পাথরচাপুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান থেকে তিনি অব্যাহতি নিতে চলেছেন।

Back to top button
%d