রাজ্য

দুই দফা প্রকাশিত! গেরুয়া শিবিরের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশিত হবে আজ

গত শুক্রবার সমগ্র প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঝামেলাও হয়েছে বহু। এরপরই দিল্লি থেকে দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাকি রয়েছে এখনও ছয় দফা তালিকা। শনিবার দিনভর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে পরবর্তী দুই-তিন দফার প্রার্থীদের নাম নিয়েই আলোচনা হয়েছে বলেই জানা গেছে।

আরও পড়ুনকে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? একঝলকে দেখে নিন বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

আজ রবিবার ওই তৃতীয় ও চতুর্থ দফার ভোটে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলেই বঙ্গ বিজেপি সূত্রে খবর। জানা যাচ্ছে, প্রার্থী তালিকা নিয়ে ধীরে চলো নীতিই নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শনিবার বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে মূলত তৃতীয় এবং চতুর্থ দফার ভোটের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে। যা রবিবার ঘোষণা করা হবে।

আরও পড়ুন-নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রায় মধ্যরাত পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক চলেছে। এই বৈঠকে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা-সহ বঙ্গ বিজেপির নেতারাও।

সূত্র মারফৎ খবর, ওই বৈঠকে মূলত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফার প্রার্থী তালিকা নিয়েই আলোচনা হয়। এই তিন দফায় মোট ১২০ আসনে কারা কারা প্রার্থী হতে পারেন সেটা নিয়ে কাটাছেঁড়া হয়। তবে রবিবার সম্ভবত, তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীদের নামই ঘোষণা করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই দুই দফায় মোট ৭৫ আসনে ভোট হবে। রাজীব বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন, ৮০টির মতো আসনে প্রার্থী তালিকা চুরান্ত হয়ে গিয়েছে।

প্রার্থী তালিকা ঘোষণায় বিজেপির থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে তৃণমূল। তালিকা ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। ফলে প্রচারের দৌড়ে পিছিয়ে পড়ছে গেরুয়া শিবির।

Back to top button
%d