WB Election 2021: প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ! ক্ষোভে শ্যামনগরে নিজেদের দলীয় কার্যালয়ই উপড়ে দিল বিজেপি কর্মীরা

ভোট যত এগিয়ে আসছে, ততই চারিদিকে পরিবেশ যেন অশান্ত হয়ে উঠছে। গত বৃহস্পতিবার বিজেপির তরফে পঞ্চম থেকে অষ্টম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই প্রার্থী তালিকা নিয়ে উত্তর ২৪ পরগণা, নদিয়া থেকে পূর্ব বর্ধমানে ছড়িয়েছে অসন্তোষ। এই অসন্তোষের জেরে শ্যামনগরে নিজেদের দলীয় কার্যালয় উপড়ে দিল খোদ বিজেপি কর্মীরা।
আর পড়ুন- ফের তারকা প্রাপ্তি ঘাসফুলের! তৃণমূলে যোগ দিচ্ছেন দুই জনপ্রিয় টেলিভিশন তারকা
উত্তর ২৪ পরগণার জগদ্দল কেন্দ্র থেকে এবারে প্রার্থী করা হয়েছে তৃণমূল ছেড়ে আসা অরিন্দম ভট্টাচার্যকে। তাঁর নাম ঘোষণা হতেই বিক্ষোভ শুরু হয় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে শ্যামনগরের বাসুদেবপুর মোড়ে। ছিঁড়ে ফেলা হয় দলীয় পোস্টার। পোস্টার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। এরপর শুক্রবার গোটা দলীয় কার্যালয়টিকেই উপড়ে ফেলেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, দলের পুরনো কাউকে প্রার্থী না করে তৃণমূল থেকে আসা কাউকে প্রার্থী করা হল।
এই বিষয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন যে দলের সবাইকে তো টিকিট দেওয়া যায় না। দল যাকে ঠিক করেছে তাঁকেই প্রার্থী করা হবে। এরপর যদি সে ভোটে দাঁড়াতে রাজী না হয়, তাহলে অন্য কথা। নিজেদের বানানো দলীয় কার্যালয় নিজেরাই ভেঙেছে, তা আবার তৈরি হয়ে যাবে বলে দাবী করেন তিনি।
আরও পড়ুন- সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির, দাবী প্রার্থী বদলের
মাসখানেক আগে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সনেগ চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে তৃণমূলে যোগ দেন তৃণমূল নেতা পার্থসারথি চট্টোপাধ্যায়। এবার তাঁকে রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এই নিয়েও শুরু হয়েছে অসন্তোষ। দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তারা। পূর্বস্থলী উত্তর থেকে প্রার্থী হ্যেচেন গোবর্ধন দাস। এই নিয়ে প্রতিবাদে টায়ার জ্বালিয়ে কালনা-কাটোয়া রাজ্য সড়কে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সব মিলিয়ে প্রথম দফা ভোটের আগে প্রার্থী নিয়ে চারিদিকে বিক্ষোভের জেরে জর্জরিত বিজেপি।