রাজ্য

WB Election 2021: হাতজোড় করার বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর

ভোট প্রচারে বেরিয়ে মমতার জালেই তাঁকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। নন্দীগামে পায়ে চোট লাগার পর থেকেই হুইলচেয়ারে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়কে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র তোপ দাগলেন শুভেন্দু। বললেন, “জোড় হাত করে নমস্কার করার বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়”।

একসময়ের মমতা সহযোদ্ধা আজ তাঁরই প্রতিপক্ষ। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়বেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক ময়দানে কেউ কাউকে একটুও জমি ছেড়ে  দিতে রাজী নয়। ভোট প্রচারে গিয়ে মমতাকে বারবার নানভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। এদিন নন্দীগ্রামের খোদামবাড়িতে গিয়ে শুভেন্দু বলেন, “একসময় সিপিএমের মালিনী ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু অপরাজেয় নন, তাই এবারও হারবেন তিনি”।

আরও পড়ুন- প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ! ক্ষোভে শ্যামনগরে নিজেদের দলীয় কার্যালয়ই উপড়ে দিল বিজেপি কর্মীরা

ভোটার বুঠে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শুভেন্দুর বক্তব্য, “এবার আর বুথে দিদির পুলিশ থাকবে না, থাকবে কেন্দ্রীয় বাহিনী। বুথের দিকে সুরক্ষা মজবুত করতে হবে, যাতে এবারে আর ভোট লুঠ না হতে পারে”।

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেগে তিনি বলেন, “ওনার কথায় আপনারা নাকি ওনাকে ধাক্কা দিয়ে আহত করেছেন। এতে আপনাদের অপমান করা হল না? নির্বাচনের আগে সকল প্রার্থীরা জোড় হাত করে নমস্কার জানিয়ে প্রচার করছেন, আর উনি পা দেখিয়ে ভোট চাইছেন”।

আরও পড়ুন- ফের তারকা প্রাপ্তি ঘাসফুলের! তৃণমূলে যোগ দিচ্ছেন দুই জনপ্রিয় টেলিভিশন তারকা

প্রসঙ্গত, নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার দিন পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর এসএসকেএমে ৪৮ ঘণ্টা ভর্তি থাকার পর একদিন বিশ্রাম নিয়েই ভোট প্রচারে বেরোন তিনি, তবে হুইল চেয়ারে। প্রথমেই তিনিই বলেছিলেন যে ৪-৫ জন তাঁকে ধাক্কা মেরেছে, ফলে তিনি পড়ে যান। কিন্তু তারপরে নিজের বক্তব্য পালটে মুখ্যমন্ত্রী বলেন যে গাড়ির দরজার ধাক্কা লাগে তাঁর। নির্বাচন কমিশন থেকেও জানানো হয় যে এটি নিছকই দুর্ঘটনা, এখানে চক্রান্ত হয়নি।

Back to top button
%d