রাজ্য

পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছিল, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর ঘটনায় জানাল হাইকোর্ট, চলবে বিচার বিভাগীয় তদন্ত

কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুর ঘটনায় এখনই দ্বিতীয় ময়নাতদন্ত নয়, এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, সিআইডি  যে তদন্ত করছে, সেটাই এখন চলবে। তবে ওইদিন যে পুলিশের গুলিতেই মৃত্যু হয় কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মণের, তা এদিন জানাল হাইকোর্ট।

রাজ্যের তরফেও একথা স্বীকার করা হয়েছে এদিন। রাজ্যের দাবী, পুলিশকে আক্রমণ করা হলে পুলিশ জীবন বাঁচাতে গুলি চালায়। এরপরই আদালত নির্দেশ দেয় যে এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত চলবে। ম্যাজিস্ট্রেট অনুসন্ধান চলবে বলে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধ’র্ষ’ণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল ওই এলাকা-সহ গোটা রাজ্য। এরপরই মৃত্যুঞ্জয় বর্মণ নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গুলিতেই যুবকের মৃত্যু হয় বলে দাবী তোলে যুবকের পরিবার। মৃতের এক আত্মীয়কে গ্রেফতার করতে গেলে বাধা দেয় মৃত্যুঞ্জয়। এই সময়ই পুলিশ গুলি চালায় বলে দাবী ওঠে।

আদালতে আইনজীবী ফিরোজ এডুলজি দাবী, করেন, এই ঘটনায় জখম হন পুলিশ অফিসার মোয়াজ্জম হোসেন। ডি সি বিনোদ মেহেতাকে যেভাবে চক্রব্যুহ বানিয়ে খুন করা হয়েছিল, এখানেও সেইভাবেই পুলিশ অফিসারকে ফাঁদে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। আইনজীবীর দাবী, পুলিশ প্রাণ বাঁচাতে গুলি করে তখন।

গত ২৮ এপ্রিল মৃত্যুঞ্জয়ের পরিবারের তরফে পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানানো হয়েছিল, কালিয়াগঞ্জ থানার ওপর ভরসা নেই তাদের। পরের দিনই সিআইডি এই ঘটনার তদন্তভার নেয়। এর দুদিনের মধ্যে তদন্ত সরানোর দাবী জানিয়ে হাইকোর্টে কেন মামলা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য।

এদিন ওই মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানানো হয়, পুলিশের গুলিতেই যে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত সিবিআই তদন্তে সায় দেয়নি হাইকোর্ট। এর পরিবর্তে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনার তদন্ত করবে সিআইডি। দ্বিতীয়বার আগামী ১২ মে-র মধ্যে সিআইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Back to top button
%d bloggers like this: