রাজ্য

পুরসভা নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর সিবিআই, বরানগর পুরসভার একসঙ্গে ৩২ কর্মীকে নোটিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, হাজিরার নির্দেশ

পুরসভা নিয়োগ দুর্নীতিতে এবার আরও তৎপর সিবিআই। এবার তাদের নজরে বরানগর পুরসভা। ওই পুরসভার ৩২ জন কর্মীকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ২০-২৯শে সেপ্টেম্বরের মধ্যে তাদের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক পুরসভার নাম উঠে আসে। ইতিমধ্যেই কামারহাটি, বরানগর, উত্তর দমদম, পানিহাটি, টিটাগড় এমন নানান পুরসভায় তল্লাশি অভিযান করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তর ২৪ পরগণা জেলার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করেছে সিবিআই। এবার তলব পড়ল বরানগরের ৩২ জন কর্মীর। জানা গিয়েছে, পুরসভার ক্লার্ক। শিক্ষক ও গাড়িচালকদের তলব করা হয়েছে।

জানা যাচ্ছে, এবার থেকে পুরসভার কর্মী ও আধিকারিকদের জেরা করে বয়ান রেকর্ড করা হবে। ২০১৪ সালের পর থেকে যেসমস্ত নিয়োগ হয়েছে, সেই নিয়েইও জেরা করবে সিবিআই। কোন কোন পদে নিয়োগ হয়েছে, নিয়োগ প্রক্রিয়া কী ছিল, কারোর নির্দেশে নিয়োগ হয়েছে কী না, এই বিষয়েই জানতে চাওয়া হবে।

কী জানাচ্ছেন কাউন্সিলর?

সিবিআইয়ের এই তলব করা প্রসঙ্গে বরানগর পৌরসভার স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ সদস্য তথা কাউন্সিলর রামকৃষ্ণ পাল বলেন, “পুর নিয়োগের সময় আমি পৌরসভার দায়িত্বে ছিলাম না। আইন আইনের পথে চলবে”।

এই বিষয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “যত পৌরসভা আছে সেখানে চাকরি বিক্রি হয়ে গিয়েছে। পৌরসভায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে। তার তদন্ত করবে সিবিআই কোর্টের নির্দেশে। কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েও তৃণমূল কংগ্রেসের লাভ হয়নি”।

Back to top button
%d