ভাইরাল

বিমানে বসে রয়েছেন গণপতি বাপ্পা, হাতে তাঁর প্রিয় মোদক, সামনে লাড্ডু, গণেশ চতুর্থীতে ভাইরাল সিদ্ধিদাতার এআই ছবি

গত মঙ্গলবার ছিল গণেশ চতুর্থী। এই দিন থেকে দেশজুড়ে শুরু হয়েছে সিদ্ধিদাতার বন্দনা। মহারাষ্ট্রে তা চলে দশদিন ব্যাপী। গণপতি বাপ্পার আরাধনা আগে মহারাষ্ট্রে বা দক্ষিণ ভারতে হলেও, তা এখন উত্তর ভারতে এমনকি বাংলাতেও বেশ ভালোমতোই লক্ষ্য করা যায়। এই বিষয়টিকে মাথায় রেখে এবার গণেশকে বিজ্ঞাপনের অঙ্গও করা হল।

এক বিমান সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় গণেশের একটি এআই ছবি প্রকাশ করা হয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে, বিমানে জানলার ধারে বসে রয়েছেন বাপ্পা। তাঁর হাতে তাঁর প্রিয় মোদক আর সামনে সাজানো আরও মোদক ও লাড্ডু। বিমান সংস্থার তরফেও তা পরিবেশন করা হয়েছে তাঁকে।

প্রচারের অঙ্গ হিসেবে এই ছবিটি প্রকাশ করা হয়েছে ওই বেসরকারি বিমান সংস্থার তরফে। সাধারণত এই ধরনের প্রচারে সরাসরি পরিষেবার কথা বলা হয় না। এই ছবিতেও তা বলা হয়নি। বিমান সংস্থাটি এই ছবি পোস্ট করে লিখেছে, “বাপ্পা ইজ় কামিং হোম”! বাপ্পা বলতে যে ওই বিমান সংস্থা গণেশকে বুঝিয়েই জানিয়েছে, গণেশ ঘরে আসছেন।

সিদ্ধিদাতাও বলা হয় গণেশকে। মহারাষ্ট্রে দশদিনব্যাপী আরাধনা শেষে অনন্ত চতুর্দশীর দিন বিসর্জন করা হয় বাপ্পাকে। তবে এই দশদিন মহারাষ্ট্রে পালন হয় এক বিশাল উৎসব। চতুর্থীর দিন মর্ত্যে নেমে আসেন বাপ্পা।

ওই বিমান সংস্থা এই ছবির মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে যে মর্ত্যে অবতরণের জন্য স্বয়ং গণেশও আকাশ মাধ্যমকেই বেছে নিয়েছেন। তবে গণেশের এই এআই ছবি সকলকে বেশ আপ্লুত করেছে। সকলেই খুব প্রশংসা করেছেন এই ছবির। অনেকের মতে, এবার থেকে বিমান পরিষেবার মেনুতে মোদক বাধ্যতামূলক করা হোক।

Back to top button
%d