‘ঘুষ নিয়ে আবাস যোজনার তালিকায় নাম তুলেছেন’? এলাকায় গিয়ে তদন্ত করে গ্রাম পঞ্চায়েত সচিব, বিডিও-কে প্রবল ভর্ৎসনা কেন্দ্রীয় দলের

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ এসেছে রাজ্যের নানান প্রান্ত থেকে। সব কিছু সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় দলের সদস্যরা। আবাস যোজনার তালিকা ধরে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে দুর্নীতির ছায়া। গ্রাম পঞ্চায়েত সচিব ও বিডিও-কে ঘুষ নিয়ে আবাস যোজনার তালিকায় নাম তোলার জন্য ভর্ৎসনা করেন কেন্দ্রীয় দলের সদস্যরা।
গতকাল, বৃহস্পতিবার সকাল থেকে নন্দকুমার ব্লকের কুমারচক গ্রামে নানান বাড়িতে যান কেন্দ্রীয় দলের সদস্যরা। যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁরাও ফের আবাস যোজনায় ঘর পেয়েছেন কী না, তা খতিয়ে দেখেন। বুধবার তাঁরা খতিয়ে দেখেছিলেন, যাঁরা বাড়ি পাওয়ার যোগ্য, তাঁরা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন কী না।
এই সময়ে তাঁদের অভিযোগ জানান গ্রামবাসীরা। ঠিকমতো সব খতিয়ে দেখা হচ্ছে কি না, তা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। বিক্ষোভের মুখে পড়তে হয় তাদের।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা গ্রামবাসীদের বুঝিয়ে বলেন যে তাদের অভিযোগের ভিত্তিতেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তারা। তদন্ত করছেন সবকিছু। এরপর নানান বাড়িতে যায় ওই কেন্দ্রীয় দল। দেখা যায়, কোনও ব্যক্তির হয়ত দোতলা পাকাবাড়ি রয়েছে, কিন্তু পাশের ঝুপড়ি দেখিয়ে আবাস যোজনার তালিকায় নাম উঠেছে।
এসব দেখার পর গ্রাম পঞ্চায়েত সচিব আশুতোষ জানা এবং নন্দকুমারের বিডিও শানু বক্সিকে তুমুল ভর্ৎসনা করেন কেন্দ্রীয় দলের সদস্যরা। বলেন, ”আপনাদের নামে অভিযোগ, টাকা নিয়ে আবাস তালিকায় নাম তোলার। ঘুষ নিয়ে আপনারা নাম রেকমেন্ড করছেন”।