রাজ্য

গোয়েন্দার স্ক্যানের তৃণমূলের আরও দুই নেতা! নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির দুই তৃণমূল নেতার বাড়ি তল্লাশি ইডি-র, অস্বস্তিতে শাসকদল

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার আরও অস্বস্তিতে পড়ল তৃণমূল। ফের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল অভিযোগ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তল্লাশির জন্য আজ, শুক্রবার হুগলির বলাগড়ের তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হানা দিল এনপফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। ১১ জনের এই দলে মহিলা আধিকারিকও রয়েছেন। অন্যদিকে আবার এদিন সকালেই আরও এক তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দেয় ইডি। চিনার পার্কে জোড়া ফ্ল্যাটে চলছে তল্লাশি।

কয়েকদিন আগে এই দুই নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের নাম সিবিআইকে জানিয়েছিলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বিএড কলেজ সংগঠনের এই ভদ্রলোক ইতিমধ্যেই দুর্নীতি কাণ্ডে আলোচিত নাম। তিনি কার্যত দিস্তা দিস্তা কাগজ দিয়ে কেন্দ্রীয় এজেন্সির কাছে হিসেব পেশ করছেন, কে কার থেকে কত টাকা নিয়েছিল।

প্রথম জীবনে প্রসাধনীর দোকান চালালেও বাবার মৃত্যুর পর বাবার বিদ্যুৎ দফতরের কর্মীর চাকরিটি পান শান্তনু। এরপরই ধীরে ধীরে রাজনীতিতে জুক্ত হতে থাকেন। প্রথমে জিরাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব পান তিনি। পরে ব্লকের পাশাপাশি জেলাতেও তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন দীর্ঘদিন। এরপর যুব সংগঠনের জেলা সভাপতিরও দায়িত্বে ছিলেন কিছুদিন। তারপর রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতির দায়িত্বও পেয়েছিলেন। হুগলি জেলার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যুব তৃণমূলের দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে।

অন্যদিকে, শান্তনুর বাড়ি বলাগড়ের বারুপাড়া গ্রামে। আর কুন্তলের পৈতৃক ভিটে শ্রীপুর পঞ্চায়েত এলাকায়। তবে কুন্তল ইদানীং বেশিরভাগ সময়ে চিনার পার্কের ফ্ল্যাটেই থাকেন। বলাগড়ের বাড়িতে কয়েটি পোষ্য কুকুর রয়েছে। তাদের দেখভাল করেন পরিচারকরা।

দিন দশেক আগে কুন্তলের নাম প্রথম সামনে আনেন তাপস। তাঁর দাবি, প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির জাল অনেক নিবিড়। সেক্টর ভাগ করে টাকা তোলা হয়েছিল। তাপসের দাবি, তাঁর কাছে যা হিসেব তাতে কুন্তল উনিশ কোটি টাকা তুলেছিলেন।

এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে হুগলি গিয়েছেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। শান্তনুর বাড়িতে তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, “সংস্থা দিয়ে এই সব করার চেষ্টা করছে। আমরা ভীত নই। আমরা মানুষের কাছে মাথা নত করব, অন্য কারও কাছে মাথা নত করব না”।

Back to top button
%d bloggers like this: