পায়ের চোটে কাবু বঙ্গ মুখ্যমন্ত্রী! খুব লেগেছে জানেন, অপারেশন করাতে হবে! অসহায় কণ্ঠে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বেজে গেছে পঞ্চায়েত ভোটের দামামা। বাংলা জুড়ে এখন সাজো সাজো রব। বাংলায় ভোট বলে কথা। ইতিমধ্যেই ইতিউতি কানে আসছে হিংসার খবর। আর মাত্র পাঁচ দিন বাকি পঞ্চায়েত নির্বাচনের। আর এই ব্যস্ততার মাঝে কেমন রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
যেখানে বাংলার নেতা-নেত্রীদের এখন ব্যস্ততার জেরে নাভিশ্বাস উঠছে সেখানে আহত অবস্থায় কিভাবে সবদিক সামলাচ্ছেন বঙ্গ শাসিকা? না থেমে নেই তিনি। গত বছর বিধানসভা নির্বাচনের সময় যেমন তিনি হুইল চেয়ারে বসে বাংলা দাপিয়ে বেরিয়েছেন এবারেও তেমনি মনের জোরকে সম্বল করে সভা করে চলেছেন তিনি। না শরীরে যাচ্ছেন না বরং ভার্চুয়ালি যোগদান করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহে উত্তরবঙ্গ সফরের গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যায়। যদিও বন্ধ নেই তাঁর সভা। আজ বীরভূমের দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করার পাশাপাশি এদিন নিজের শরীর নিয়ে ভক্ত-অনুগামীদের আপডেট দেন বঙ্গশাসিকা!
তিনি বলেন, আমাকে ভুল বুঝবেন না, আমার সুস্থ হতে ৮, ১০ দিন লাগবে। আর তারপরই আমি বেরোতে পারবো। ছোটখাটো একটা অপারেশন করতে হবে। আমার হাঁটুতে জোর লেগেছে। আর পাঁচ দিন পরেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে তিনি যে সুস্থ হবেন না সেটা নিজেই জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি।
যদিও এদিনের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন বিজেপি কাশ্মীরকে শেষ করেছে। এখন বাংলার দিকে চোখ। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এখন বাম-বিজেপি দুই শিবিরই। এলিন সিপিএম-বিজেপির উদ্দেশ্যে একজোটে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। একটা দল জঙ্গলমহলকে শেষ করেছে। কত মানুষকে মেরেছে। আমরা তাদের হাত থেকে মুক্তি দিয়েছি। আর এখন বিজেপি সেই জঙ্গলমহলে টাকা ঢালছে। সব কেলেঙ্কারির খবর আমার কাছে আছে।