‘প্রতারক, ভণ্ডদের পিঠের চামড়া তুলে দিয়ে ন’গ্ন করে দিন’, নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বামনেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য

নানান রাজনৈতিক নেতারাই নানান সময় এমন কিছু মন্তব্য করে বসেন যার জেরে তাদের প্রবল কটাক্ষ ও বিতর্কের মুখে পড়তে হয়। এবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রতারকদের পিঠের চামড়া তুলে নেওয়ার নিদান দিলেন তিনি।
গতকাল, বৃহস্পতিবার বরানগরে এক প্রয়াত বামনেতার স্মরণসভায় যোগ দেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই সভা থেকেই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, “আপনাদের আহ্বান করব, পিঠের চামড়া তুলে দিন। পিঠের চামড়া তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। না, কোনও সাধারণ মানুষের নয়, রাজনৈতিক ভণ্ড, প্রতারকদের পিঠের চামড়া তুলে দিন। কোনও বিজেপি ও তৃণমূল কর্মীদের গায়ে হাত দেবেন না, ওদের নগ্ন করে দিন”।
তবে রাজনৈতিক পরিচয়ের জন্য নয়, প্রতারকদের শিক্ষা দেওয়ার কথা বলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর কথায়, “রাজনৈতিক ভণ্ড, প্রতারকদের চামড়া তুলে দিন। ওদের ন’গ্ন করে দিন”।
যদিও বামনেতার এহেন মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বরানগরের কাউন্সিলর তৃণমূল নেতা রামকৃষ্ণ পাল। তিনি বলেন, “সিপিএমকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তাই সিপিএমের এই ধরনের কথায় কোনও কাজ হবে না। সিপিএমের কথায় এখন আর কেউ কান দেয় না”।
এই বিষয়ে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “উনি আইনজীবী বলে জানতাম, যিনি অসংখ্য মামলা করে বাংলার যুবক যুবতীদের ভবিষ্যতের দরজা বন্ধ করে দিয়েছেন। সিপিএম অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে বলেই তিনি এমন করছেন। আইনজীবী হিসেবে তিনি সে সব করতেই পারেন, কিছু বলার নেই। তবে এবার তিনি সেখান থেকে বেরিয়ে নিজের হাতে আইন তুলে নেওয়ার কথা বললেন, আইনজীবী থেকে হয়ে গেলেন স্বৈরাচারী নেতা”।