রাজ্য

‘কলকাতার লোক দুর্নীতি নিয়ে ভাবে না, নিজের সুবিধা নিয়েই ভাবে, দম থাকলে কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক’, বিস্ফোরক দিলীপ

বিজেপি (BJP) কলকাতায় কোনও আসন পাবে না। একাধিক বিস্ফোরক মন্তব্য ফের উঠে এল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায়। তাঁর অভিযোগ, কলকাতায় একের পর এক দুর্নীতি (corruption) ঘটে চলেছে, কিন্তু তা সত্ত্বেও কলকাতার মানুষ সেই তৃণমূলকেই (TMC) ভোট দেবে। যদি দম থাকে তো কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক, এমন চ্যালেঞ্জও ছুঁড়ে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

দিলীপের কথায়, “বিজেপি কলকাতায় কবে সিট পেয়েছে? কলকাতার লোক দুর্নীতি নিয়ে ভাবে না। নিজের সুবিধা নিয়েই থাকে। গোটা রাজ্যে প্রতিবাদ চলছে। কলকাতায় প্রতিবাদ কোথায়? তারা নিজেরা নিজেদের নিয়ে থাকেন। আমি যা বলি সত্য বলি। কারও খারাপ লাগলে আমার কিছু করার নেই। কারও যদি দম থাকে, কলকাতায় বিজেপিকে জিতিয়ে দেখাক। এখানকার বাঙালিদের এটাই ক্যারেকটার। কালিঘাটের  কাছে থাকি। আনন্দে থাকি। ভিখারি হয়ে থাকি। কিচ্ছু যায় আসে না। পুজোর টাকা পেয়ে খুশি থাকি”।

গতকাল, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এবারের দুর্গাপুজোয় ৪৩ হাজার ক্লাবকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আর বিদ্যুতের বিলেও ৬০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষ বলেন, “বড় করে মেলা, খেলা, পুজো। আমরা কেষ্ট-পার্থর নাম ভুলে যাব। এভাবেই খয়রাতি চলবে। আমরা পুজোয় ষাট হাজার আর বাকি ৫০০টাকায় সব ভুলে যাব”।

তাঁর সংযোজন, “পঞ্চায়েত দূরের কথা। এখন বাঁচাও সাধু বাবা চলছে। সব ভুলিয়ে দেওয়ার চাল। ভাববেন না ইলেকট্রিক বিল কম হবে। আসলে সেই বোঝা আমাদের ওপর চাপবে”। এদিন ১০০ দিনের টাকার মুখ্যমন্ত্রী অভিযোগের বিরুদ্ধেও কথা বলেন তিনি। দিলীপের কথায়, “টাকা দেবে না তো। আমরাই দিতে বারণ করেছি। টাকার হিসেব না দিলে টাকা দেবে  না। হিসেব দিন, টাকা নিন”।

বঙ্গ বিজেপির বৈঠকে ডাকা হয়নি দিলীপ ঘোষকে। সিবিআইকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তার জন্যই কী তিনি ব্রাত্য? এই বিষয়ে খড়গপুরের সাংসদ বলেন, “আমি কি রাজ্য কমিটিতে আছি? নেই তো। তাহলে সেই বৈঠকে আমি থাকব কেন”? গতকালই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “হয়তো কোনও কাজে ব্যস্ত ছিলেন, তাই হয়তো আসেননি। মিটিং শুরু হওয়ার পর অনেক সময় দরজা বন্ধ করে দেওয়া হয়।  সেজন্য হয়তো বুঝতে পারেননি কোথাও মিটিং হচ্ছে”। তবে দিলীপ এই বিষয়ে বলেন, “সুকান্তর জানা নেই, আমাকে কোর কমিটির মিটিংয়ে ডাকা হয়েছিল। রাজ্য কমিটির মিটিংয়ে নয়”।

Back to top button
%d bloggers like this: