ট্র্যাফিক জরিমানার ২২ লাখ টাকা আত্মসাৎ, অভিযোগ ২ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে, বরখাস্ত করল লালবাজার

ট্র্যাফিক জরিমানার লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমাই করেন নি তারা। জরিমানার ২২ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতেই কড়া পদক্ষেপ নিল লালবাজার। এই দুই অভিযুক্ত কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে খবর।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ কনস্টেবল হলেন রাজীব রায় ও শুভঙ্কর দেব। জানা গিয়েছে, হাওড়া ব্রিজে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টদের কাছ থেকে ট্র্যাফিক জরিমানা বাবদ টাকা সংগ্রহ করার দায়িত্বে ছিলেন এই দু’জন কনস্টেবল। সেই টাকা সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করাই ছিল তাদের কাজ।
কিন্তু অভিযোগ সেই জরিমানা বাবদ সংগ্রহ করা টাকা সরকারি কোষাগারে জমাই করেন নি তারা। দিনের পর দিন চলছিল এমন ফাঁকি দেওয়া। এইভাবে ২২ লক্ষ টাকা নিজেদের পকেটস্থ করেছেন ওই দুই কনস্টেবল, এমনটাই অভিযোগ। কিন্তু সরকারি খাতায় তারা দেখিয়েছেন যে তারা টাকা জমা করেছেন।
শেষমেশ হিসাব মেলাতে গিয়ে ওই দুই কনস্টেবলের জারিজুরি ধরা পড়ে। সন্দেহ হয় পুলিশকর্তাদের। এই নিয়ে লালবাজারের তরফে মাস ছয়েক আগেই তদন্ত শুরু করা হয়। প্রথমে দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তদন্তে দোষী প্রমাণিত হয় ওই দুই কনস্টেবল। এরপরই তাদের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় লালবাজার। কলকাতা পুলিশের তরফে এখন ওই আত্মসাৎ করা টাকা উদ্ধারের চেষ্টা চলছে।