রাজ্য

‘নিয়েই নিক না, সব ঝামেলা চুকে যাবে’, হিরণের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা নিয়ে সাফ জবাব দিলীপের

একজন মেদিনীপুরের সাংসদ আর অন্যজন খড়গপুরের বিধায়ক। একই জায়গার সাংসদ ও বিধায়ক হলেও দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের সম্পর্কের শীতলতার কথা সকলেরই জানা। কেউই কাউকে বিঁধতে একটুও কসুর করেন না। এবার হিরণের দলবদলের জল্পনা নিয়ে নিজের বক্তব্য সাফ জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

কিছুদিন আগেই গুঞ্জন রটে যে হিরণ চট্টোপাধ্যায় নাকি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন তাঁর সঙ্গে দেখা করতে। এরপরই হিরণের দলবদলের জল্পনা শুরু হয়। এসবের মধ্যে সম্প্রতি হিরণের একটি ছবি ভাইরাল হয়েছে যাতে তাঁর ব্যাকড্রপে তৃণমূলের লোগো দেখা গিয়েছে। অনেকের কথায়, ছবিটি তৃণমূলের অফিসের। কেউ কেউ বলেছেন যে এটা অনেক পুরনো ছবি আবার কারোর মতে, হিরণের মুখ বিকৃত করা হয়েছে ছবিতে। এবার এই বিতর্ক নিয়ে মুখে খুলে দিলীপ ঘোষ বললেন, “নিয়েই নিক না, সব ঝামেলা চুকে যাবে”। অর্থাৎ তিনি যেন প্রকারান্তরে বুঝিয়ে দিতে চাইলেন যে হিরণ বিজেপি ছেড়ে গেলেও কোনও কিছু যাবে আসবে না দলের।

দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ। তবে সাংসদ হওয়ার আগে খড়্গপুর সদরের বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালে সেই কেন্দ্রের বিধায়ক হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সেই হিরণের দলবদল নিয়েই গুঞ্জন ছড়িয়েছে একটি ছবি। সেই প্রেক্ষিতেই হিরণের ছবি ব্যাপারে দিলীপ বলেছেন, “এ নিয়ে আমি কী বলব অজিত মাইতি আর হিরণ বলবে”।

তবে হিরণের ছবি ঘিরে বিজেপির মধ্যে যে কোনও অস্বস্তি নেই বলে, তা সাফ জানিয়ে দেন দিলীপ। তিনি বলেছেন, “রাজনীতিতে কে কোথায় থাকবে তা তাঁকেই ঠিক করতে হবে। আমাদের বিধায়ক কম পড়েনি। ওদের কম পড়েছে, তাই আমাদের বিধায়কের সঙ্গে যোগাযোগ করছে। এ নিয়ে চিন্তিত নই”।

শুধু তাই-ই নয়, এর পাশাপাশি ভাঙড়ে তৃণমূলের সঙ্গে আইএসএফের ঝামেলা এবং তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে বোমা উদ্ধারের প্রসঙ্গে সোমবার ইকো পার্টে হাঁটতে গিয়ে দিলীপ বলেছেন, “তৃণমূলের পার্টি অফিস বোমা, বন্দুকের কারখানা। নেতাদের বাড়িতে পাওয়া যাচ্ছে অস্ত্রশস্ত্র। এটা নতুন কিছু না। সমস্ত সমাজ বিরোধী তৃণমূলের নেতা হয়ে গিয়েছে। এরা বোম-বন্দুক নিয়ে জিতিয়ে পার্টিকে সরকারে নিয়ে এসেছে। তার পুরস্কার হিসেবে লুটপাট করার সুযোগ পেয়েছে। পুরো পার্টিটাই অপরাধীদের নিয়ে চলছে এখন। যেখানে হাত দিচ্ছে এরকম লোক বেরোচ্ছে। আগামী দিনে আরও লোক বেরবে”।

Back to top button
%d