বিনোদন

অভিনেতার পাশাপাশি ভালো গানও করেন আদৃত, গান গেয়ে সারেগামাপার মঞ্চ মাতালেন মিঠাই

জি বাংলার নতুন ধারাবাহিক ‘মিঠাই’। অল্পদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এই ধারাবাহিক। গল্পের নায়িকা মিঠাই নিক্ব মিষ্টির কারিগর। তাঁর হাতে বানানো মনোহরার স্বাদ ভোলার নয়। তাঁর বিয়ে হয়েছে ৫০ বছর ধরে মিষ্টির ব্যবসা করে আসা সিদ্ধেশ্বর মোদকের পরিবারে। মিঠাইয়ের আসল নাম সৌমিতৃষা। অন্যদিকে, তাঁর স্বামী হলেন মোদক বাড়ির মেজাজি, গম্ভীর ছেলে সিদ্ধার্থ বা সিড, যার আসল নাম আদৃত রায়।

অভিনেতার পাশাপাশি ভালো গানও করেন আদৃত, গান গেয়ে সারেগামাপার মঞ্চ মাতালেন মিঠাই 2

আদৃত অভিনয় নিয়ে আলাদ করে কিছু বলার নেই। তবে ভালো অভিনয়ের সঙ্গে সঙ্গে ভালো গানও গান আদৃত। তার প্রমাণ পাওয়া গেল সারেগামাপা’র মঞ্চে। আকৃতি কক্করের সঙ্গে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গান গেয়ে সকলের মন জয় করলেন আদৃত। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সেই ভিডিও। সারেগামাপা’র বিচারক মিকা, ইমন, আকৃতি তাঁর গান শুনে মুগ্ধ। এই শো-য়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর রিল লাইফ স্ত্রী মিঠাইও।

আরও পড়ুন- অনাবৃত বক্ষযুগল, খোলা চুল, ক্যাটের বোল্ড ছবিতে নিজেকে সামলাতে পারলেন না হৃত্বিকও 

বলে রাখি, রাজ চক্রবর্তীর প্রযোজনাতেই বাংলা ছবিতে কাজ নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন আদৃত। ২০১৮ সালে মুক্তি পায় ইন্দো-বাংলাদেশী ছবি ‘নূর জাহান’। এরপর ‘প্রেম আমার ২’ ছবিতে জয় চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন আদৃত। ‘পরিণীতা’ ছবিতেও আনন্দর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পরপর চারটি ছবির পর এবার ছোটোপর্দায় যাত্রা শুরু করেছেন আদৃত।

Back to top button
%d bloggers like this: