‘প্রথমে মনোনয়ন আমরাই জমা দেব, যদি আটকাতে আসে, তাহলে হিসেব আছে’, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হুঁশিয়ারি দিলীপের

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। হাতে রয়েছে আর মাত্র এক মাস। আজ, শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজও। আর এর আগেই স্বমেজাজে ধরা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
আজ, শুক্রবার মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। আর সেখান থেকেই নিজস্ব মেজাজে ধরা দিলেন তিনি। পঞ্চায়েত নির্বাচন ও মনোনয়ন নিয়ে কড়া হুঁশিয়ারি শানান বিজেপি সাংসদ। আজ, শুক্রবার নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ হবে। ঠিক সেই মুহূর্ত থেকে মনোনয়নপত্র জমা শুরু হয়ে যাবে। তা চলবে ১৫ জুন পর্যন্ত। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমার বিষয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুত।
এদিন দিলীপ ঘোষ বলেন, “প্রথম মনোনয়ন আমরাই জমা দেব। কেউ আটকাতে এলে তাঁর হিসেব আছে”। প্রছন্ন হুঁশিয়ারিই দিলেন তিনি বলা যায়। এই নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে মেদিনীপুরের সাংসদকে। শুক্রবার সকাল থেকেই জেলায় শুরু হয়েছে মনোনয়ন পেশ। দেওয়াল লিখনও চলছে জোরকদমে।
বলে রাখি, আগামী ৮ই জুলাই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। একদফাতেই হবে ভোট। ১১ই জুলাই রয়েছে ফলপ্রকাশ। গতকাল, বৃহস্পতিবার সরকারিভাবে ভোটের দিনক্ষণ জানিয়ে দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এই নির্বাচনে রাজ্য পুলিশের উপরই আস্থা রাখতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। আর তাতেই আপত্তি বিরোধীদের।
বিরোধীরা দীর্ঘদিন ধরেই দাবী করে আসছেন যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই নিয়ে দাবী তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও মনোনয়নের সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে মামলা করতে পারে আদালতে। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, “এদিন থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না”।