রাজ্য

নন্দনে উড়ল না দেবের ‘প্রজাপতি’, অভিমানের সুর তৃণমূল সাংসদের গলায়, ‘তৃণমূল দেবকে এখন কোণঠাসা করছে’, বিস্ফোরক দিলীপ

বড়দিনের আগে মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘প্রজাপতি’। এই ছবিতে দেব ছাড়াও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। বেশ অনেক বছর পর বাংলা ছবিতে দেখা গেল মিঠুনকে। তবে এই ছবি নিয়ে বেশ বিতর্ক দানা বাঁধল যখন রাজ্যের নানান সিনেমা প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেলেও, নন্দনে এই ছবির জায়গা হল না। এই নিয়ে কী দেবের মধ্যেও অভিমান জন্মাল? এই ঘটনার প্রেক্ষিতে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

অভিনেতা ছাড়াও মিঠুন চক্রবর্তীর আরও একটি পরিচয় রয়েছে যে তিনি বিজেপি নেতা। একুশের নির্বাচনের আগে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে। রাজনৈতিক সমীকরণ বদলানোর জেরেই কী শিল্পেও এর প্রভাব পড়ল? মিঠুন এই ছবিতে থাকার কারণেই কী নন্দনে জায়গা হলে না দেবের নতুন ছবির?

আজ, সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এতো সুন্দর হল (নন্দন) সেখানে শো দেওয়া হল না। তাদেরই সাংসদ সেখানে অন্যতম তারকা। সেটাই তো। মিঠুনের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে, তাকেও কোনঠাসা করার চেষ্টা”।

দেবে-র সঙ্গে তৃণমূলের সম্পর্কের সমীকরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “দেবকে তৃণমূল ব্যবহার করেছে। একসময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে”।

নন্দনে তাঁর ছবি জায়গা না পাওয়া নিয়ে একটি টুইট করেছিলেন দেব নিজেও। সেই টুইট দেখে অনেকের মনেই ধারণা হয়েছে যে দেবের হয়ত এই ঘটনা নিয়ে অভিমান হয়েছে। আর সেই কারণেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। টুইটে দেব লেখেন, “এবার তোমায় মিস করব নন্দন। ঠিক আছে, কোনও ব্যাপার না। আবার দেখা হবে। গল্প এখানেই শেষ”।

নন্দনে উড়ল না দেবের ‘প্রজাপতি’, অভিমানের সুর তৃণমূল সাংসদের গলায়, ‘তৃণমূল দেবকে এখন কোণঠাসা করছে’, বিস্ফোরক দিলীপ 2

অভিযোগ উঠছে, মিঠুন অভিনীত দেবের সিনেমা নন্দনে না দেখানোর পিছনে শাসকদলের রাজনৈতিক অভিসন্ধিই কাজ করছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যেন বাবার সম্পত্তি। পার্টির সম্পত্তি। মিসইউজ চলছে। যাদের নামে লোক হলে আসে, তাঁদের দূরে রাখার চেষ্টা চলছে। রাজ্যের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। বহুদিন পর একটা বাংলা ছবি করলেন। লোকে মুখিয়ে আছে। বয়কটের হুমকি। দেবকে তৃণমূল ব্যবহার করেছে। একসময় সিনেমা রিলিজ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জোর করে টিকিট দিয়ে ওকে সাংসদ করেছে। এদের কাছে আর কিছু আশা করা যায় না। এরা রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না”।

তবে এই বিতর্ক প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দেব স্পষ্ট জানান যে তিনি আক্ষেপ প্রকাশ করার জন্য ওই টুইটটি করেননি। বিতর্ক যাতে বন্ধ হয়, সেই কারণেই টুইট করেছিলেন তিনি। দেবের কথায়, নন্দনে ‘প্রজাপতি’ জায়গা না পেলেও রাজ্যের বাকি হলগুলিতে তা হাউসফুল।

দেবের কথায়, তিনি এমন কোনও কাজ করবেন না, যাতে তাঁর দলের কোনও অসম্মান হয়। দেব অভিনেতা-প্রযোজক হওয়ার পাশাপাশি তৃণমূল সাংসদও। তিনি জানান যে কোনওদিন নিজের ক্ষমতার ব্যবহার করেননি তিনি আর আজও তা করবেন না।

Back to top button
%d