করোনা সুনামি চীনে! প্রতিদিন আক্রান্ত সাড়ে তিন কোটিরও বেশি মানুষ, থামছে না মৃত্যু মিছিল, ভারতেও কী আছড়ে পড়বে করোনার ঢেউ?

করোনার সুনামি উঠেছে চীনে। করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ এখন দাপিয়ে বেড়াচ্ছে সে দেশে। সেখানে আক্রান্ত হচ্ছেন প্রায় ৩ কোটি ৭ লক্ষেরও মানুষ। সে দেশের স্বাস্থ্য প্রশাসনের তরফেই এমন ভয়ঙ্কর তথ্য দেওয়া হয়েছে। এর আগে যখন গোটা বিশ্বে করোনা আছড়ে পড়ে, সেই সময়ও দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪০ লক্ষের কাছে। কিন্তু এবার যেন আক্রান্তের সমস্ত রেকর্ড ভেঙে গেল।
সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানাচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম কুড়িদিনের পরিসংখ্যান থেকে এই রিপোর্ট সামনে এসেছে। জানা যাচ্ছে, চীনের মোট জনসংখ্যার আঠারো শতাংশই এখন করোনায় আক্রান্ত।
তবে অন্যদিকে, সরকারি তরফে বলা হয়েছে, সে দেশে দিনে ৩,০৪৯ জন কোভিডে আক্রান্ত হচ্ছেন। কিন্তু বাস্তবে যে ওয়ি সংখ্যাটা অনেকটাই বেশি, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে, কেউ অন্য দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ার পর কোভিডে আক্রান্ত হলে, তাকে কোভিড পজিটিভ রোগী হিসেবে ধরা হবে না।
পশ্চিমী সংবাদমাধ্যমের দাবী, চীন সরকার এভাবে কোভিড আক্রান্ত এবং মৃতের সংখ্যা গোপন করছে। তাদের দাবী, কোভিড মোকাবিলায় বেজিং প্রশাসনের অবস্থা একেবারে নাজেহাল। মর্গে মৃতদেহে উপচে পড়ছে, জ্বরের ওষুধও মিলছে না সে দেশে। থামছে না মৃত্যু মিছিল।
বলে রাখি, কার্যত জনরোষের মুখে পড়ে কোভিড শূন্য নীতি থেকে সরে আসে চীন। করোনা বিধিনিষেধ শিথিল করা হয়। আর এরপরই সে দেশে বাড়তে থাকে সংক্রমণ। জনগণের মধ্যে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়ায় ও করোনার কোনও শক্তিশালী টিকা না ব্যবহার করার জেরে চীন এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।