রাজ্য

টেটের জন্য বড় সিদ্ধান্ত রেলের, রবিবার শিয়ালদহ শাখায় চলবে ১৬ জোড়া বাড়তি ট্রেন, জেনে নিন সময়সূচী

আগামীকাল, রবিবার রয়েছে টেট পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে কোনওরকমের কোনও অসুবিধা না হয়, তাই এক বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। জানা গিয়েছে, রবিবার শিয়ালদহ শাখায় মোট ১৬ জোড়া বাড়তি ট্রেন চালানো হবে। আর এই ট্রেনগুলি মধ্যবর্তী সব স্টেশনেই থাম,বে।

জেনে নিন এই বাড়তি ট্রেনের সময়সূচী-

  • শিয়ালদহ-মধ্যমগ্রামের মধ্যে একজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ৭ টা ৩২ মিনিটে এবং ডাউন ট্রেন (মধ্যমগ্রাম থেকে) ছাড়বে সকাল ৮ টা ৫২ মিনিটে। শিয়ালদহ-দত্তপুকুরের মধ্যে একজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল সাড়ে ৮ টায় এবং ডাউন ট্রেন (দত্তপুকুর থেকে) ছাড়বে সকাল ৯ টা ৪৩ মিনিটে।
  • শিয়ালদহ-বারাসত লাইনে চলবে একজোড়া লোকাল ট্রেন। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ৯ টা ৪০ মিনিটে এবং ডাউন ট্রেন (বারাসত থেকে) ছাড়বে। সকাল ১০ টা ৪০ মিনিটে। শিয়ালদহ-হাসনাবাদ লাইনে একজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ১১ টা ৭ মিনিটে এবং ডাউন ট্রেন (হাসনাবাদ থেকে) ছাড়বে দুপুর ১টা ১৫ মিনিটে।
  • শিয়ালদহ-ডানকুনি লাইনে চলবে একজোড়া লোকাল ট্রেন। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ১০টা ১৫ মিনিটে এবং ডাউন ট্রেন (ডানকুনি থেকে) ছাড়বে বেলা ১১টা ২৬ মিনিটে।
  • শিয়ালদহ-ক্যানিং লাইনে একজোড়া লোকাল ট্রেন চলবে। ডাউন ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে দুপুর ২টো ২ মিনিটে এবং আপ ট্রেন (ক্যানিং থেকে) ছাড়বে দুপুর ৩ টে ৪৫ মিনিটে। অন্যদিকে শিয়ালদহ-বারুইপুর লাইনেও একজোড়া লোকাল ট্রেন চলবে। ডাউন ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ১০ টা ১২ মিনিটে এবং আপ ট্রেন (বারুইপুর থেকে) ছাড়বে বেলা ১১ টা ৮ মিনিটে।
  • শিয়ালদহ-বজবজ লাইনে চলবে একজোড়া লোকাল ট্রেন। ডাউন ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ৯ টা ৪৫ মিনিটে। আপ ট্রেন (বজবজ থেকে) ছাড়বে বেলা ১০ টা ৫৩ মিনিটে। শিয়ালদহ-সোনারপুর দুইজোড়া লোকাল ট্রেন চালানো হবে। ডাউন ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল সাড়ে ৯টায় এবং সকাল ৯ টা ৫০ মিনিটে। আপ ট্রেন (সোনারপুর থেকে) ছাড়বে সকাল ৮ টা ৪২ মিনিটে এবং সকাল ১০টা ১১ মিনিটে।
  • শিয়ালদহ-ব্যারাকপুর লাইনে পাঁচজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ৮ টায়, সকাল ৯টা ৫মিনিটে, সকাল ৯ টা ২৮ মিনিটে, সকাল ৯ টা ৪০ মিনিটে, সকাল ১০ টা ৫ মিনিটে। ডাউন ট্রেন (ব্যারাকপুর থেকে) ছাড়বে সকাল ৮ টা ৪৮ মিনিটে, সকাল ৯ টা ৫৭ মিনিটে, সকাল ১০ টা ১৬ মিনিটে, সকাল সাড়ে ১০ টায়, বেলা ১১ টায়। শিয়ালদহ-নৈহাটি লাইনে একজোড়া লোকাল ট্রেন চলবে। আপ ট্রেন (শিয়ালদহ থেকে) ছাড়বে সকাল ৯ টা ৩৪ মিনিটে এবং ডাউন ট্রেন (নৈহাটি থেকে) ছাড়বে সকাল ১০ টা ৪৭ মিনিটে।
Back to top button
%d bloggers like this: