রাজ্য
বাবুল নিশানায় অরূপ! ‘টালিগঞ্জে সব কিছুই দুই ভাই নিয়ন্ত্রণ করে’, তোপ দাগলেন তিনি

সামনেই বিধানসভা নির্বাচন। ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। এ দিন সকালে টালিগঞ্জে দলীয়কর্মীদের নিয়ে ভোট প্রচারে যান বিজেপির টলিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয়। এরপর নেতাজীনগর শর্মা টি স্টলে স্ত্রীকে সঙ্গে নিয়ে কচুরি খেয়ে বাড়ি ফিরলেন বাবুল সুপ্রিয়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নামে মামলা, মমতার প্রার্থীপদ বাতিল?
তাঁর আগে আজ নিজের কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। সেখানে গিয়েই অরূপ বিশ্বাসকে একহাত নেন তিনি। তোপ দেখে বাবুল বলেন, ‘টালিগঞ্জে সব কিছুই দুই ভাই নিয়ন্ত্রণ করে’।
আরও পড়ুন-চূড়ান্ত হয়ে গেল বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, কে সেই ভূমিপুত্র? জেনে নিন
তবে এখানেই থামেননি তিনি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, একজন পুরমন্ত্রী হয়েও টালিগঞ্জের মতো একটা কেন্দ্র পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন ঠিকমতো করতে পারেননি ফিরহাদ হাকিম।