রাজ্য

মালদহের পাকুয়াহাটে দুই মহিলাকে বি’ব’স্ত্র করে জুতোপেটা, ১০ দিন পর পদক্ষেপ, ক্লোজ করা হল আইসি-সহ চার পুলিশকে

মালদহে দুই মহিলাকে বি’ব’স্ত্র করে মারধরের ঘটনায় ১০ দিন পর নেওয়া হল পদক্ষেপ। ক্লোজ করা হল বামনগোলা থানার আইসি-সহ চার পুলিশকে। এরা হলেন আইসি জয়দেব মুখোপাধ্যায়, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ওসি রাকেশ বিশ্বাস, একজন এসআই ও একজন এএসআই।

কী ঘটেছিল ঘটনাটি?

ঘটনাটি ১৮ই জুলাইয়ের। মালদহের বামনগোলা থানা এলাকায় দুই মহিলাকে ভরা বাজারে বি’ব’স্ত্র করে মারধর ও জুতোপেটার অভিযোগ ওঠে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ২৩শে জুলাই। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হন বিজেপি নেতারা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ওঠে প্রশ্ন। জানা যায়, এই ভিডিওটি মালদহের বামনগোলা থানা এলাকার পাকুয়াহাটের ঘটনা। এই ঘটনার পর ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি পুলিশ সুপার। ঘটনার তদন্ত শুরু হয়।

সেদিন দুপুরেই মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে কয়েকশো কর্মী এই ঘটনার নিন্দা করে জেলা পুলিশ সুপারের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিজেপির অভিযোগ, বামনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে চোর সন্দেহে বি’ব’স্ত্র করে নির্মমভাবে মারধর করা হয়েছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি। উলটে ওই দুই মহিলাকেই ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় মামলা দিয়ে জেলে পাঠিয়েছে পুলিশ। পরবর্তীতে আদালত থেকে জামিন পান তারা।

জানা গিয়েছে, ওই মহিলা দু’জন সম্পর্কে দুই জা। তারা হাটে গিয়েছিলেন লেবু বিক্রি করতে। সেখান থেকেই গোলমালের সূত্রপাত। চোর সন্দেহে ওই দুই মহিলাকে বি’ব’স্ত্র করে জুতোপেটা করে জনতা। এই ঘটনার তদন্ত শুরু হলে অবশেষে ১০ দিন পর ক্লোজ করা হল চার পুলিশ আধিকারিককে।

Back to top button
%d bloggers like this: