‘পয়সার তো অভাব নেই তাই বিদেশে গিয়েছে, আমরা তো যেতে পারি না’, দুবাই যাওয়া নিয়ে অভিষেককে খোঁচা অধীরের

বেশ অনেকদিন ধরে বাঁ চোখের সমস্যা নিয়ে ভুগছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে চোখের চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন তিনি। আমেরিকাতেও চোখের চিকিৎসা করান অভিষেক। সেখানের জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচারও হয় তাঁর। সেই কারণে গত বছর প্রায় একমাস মার্কিন মুলুকে ছিলেন অভিষেক। এবারও সেখানেই গিয়েছেন বলে খবর।
গতকাল, বুধবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। সেখান থেকে আমেরিকা পাড়ি দেবেন। তবে এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিরোধীরা মোটেও অভিষেকের এই বিদেশ যাত্রা ভালো চোখে দেখছে না। তীব্র কটাক্ষ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
কী বললেন কংগ্রেস নেতা?
অভিষেক তোপ দেগে অধীর বলেন, “পয়সার অভাব নেই তাই বিদেশে গিয়েছে। আমরা তো যেতে পারি না। কেউ দাঁত দেখাতে দুবাই যাচ্ছে, কান দেখাতে আমেরিকা যাচ্ছে। তাঁদের ব্যাপারই আলাদা। রাজাদের ব্যাপার সব। এর আগে যখন গিয়েছিল তখন অনেক অভিযোগ ছিল। ইডি-সিবিআই দেখবে এগুলো”।
অন্যদিকে কটাক্ষ করেছেন বাম নেতা তথা বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও। তাঁর কথায়, “অভিষেক ইডির অনুমতি নিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে বলেছিল ইডি আমাকে অনুমতি দিচ্ছে না। তারপর কোথাও একটা বোঝাপড়া হয়েছে। এর বাইরে আর কিছু নেই। নিঃসন্দেহে এটা বোঝাপড়ার ফল”।
গেরুয়া শিবিরের তরফেও এল খোঁচা
অভিষেকের এই বিদেশ যাত্রাকে কেন্দ্র করে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে খোঁচা দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “চিকিৎসার জন্য গিয়েছেন বলে আমরা খবর পেয়েছি। আমরা তো ভেবেছিলান স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাবেন। কেন করালেন না বুঝতে পারছি না”।
কী প্রতিক্রিয়া তৃণমূলের
বিরোধীরা যতই কটাক্ষ করুক না কেন, তাতে অবশ্য আমল দিতে নারাজ ঘাসফুল শিবির। বিরোধীদের পাল্টা নিশানা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এর আগেও তিনি চিকিৎসাজনিত কারণে বিদেশ গিয়েছিলেন। সঠিক সময়ে চিকিৎসা করিয়ে ফিরে এসেছিলেন। বারবার এ ধরনের কুৎসিত আক্রমণ কী ঠিক হচ্ছে”?