সহায় হলেন না বরুণদেব! বিশ্বকর্মা পুজোয় আকাশে ওড়বে না ঘুড়ি, ঝেঁপে বৃষ্টি নামছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল যে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্ল্যান ভেস্তে দিতে পারেন বরুণদেব। বিশ্বকর্মা পুজোর দিন সকাল থেকেই আকাশ মেঘলা। শুধুমাত্র বিশ্বকর্মা পুজোই নয়, মঙ্গলবার গণেশ চতুর্থীর দিন উপকূলীয় জেলা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নামছে মুষলধারে বৃষ্টি।
কী জানাচ্ছে হাওয়া অফিস?
আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবেই কলকাতা ও সংলগ্ন এলাকায় হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে।
বিশ্বকর্মা পুজোর দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত তাপমাত্রা খানিক কম থাকবে। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। আজ, সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় পরিমাণ সর্বোচ্চ ৮৩ থেকে সর্বনিম্ন ৬৭ শতাংশ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আবহাওয়া দফতর জানাচ্ছে, বিশ্বকর্মা পুজোর দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহারে। দুই দিনাজপুর ও মালদহে আপাতত বৃষ্টি হবে না। তবে বৃহস্পতিবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা।