পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে আর কোনও বাধা নেই, সিবিআইয়ের আবেদন মঞ্জুর করলেন রাজ্যপাল, নতুন কোনও তথ্য মিলবে কী?

গত বছর জুলাই মাসের শেষের দিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই ও ইডি। সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরাও করেছে। তবে এর জন্য রাজ্যপালের অনুমতির প্রয়োজন ছিল। এবার সিবিআইয়ের সেই আবেদন মঞ্জুর করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
দীর্ঘদিন ধরেই নিয়োগ দুর্নীতির জেরে বাংলা উত্তপ্ত। শাসক দলের একাধিক তাবড় তাবড় নেতা এই দুর্নীতির জেরে ইডি-সিবিআইয়ের জালে ধরা পড়েছে। এদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। প্রায় এক বছর ধরে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে চার্জশিটও পেশ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন পার্থ। কিন্তু কোনও লাভ হয়নি। বারবার তাঁকে ধাক্কা খেতে হয়েছে আদালতে।
পার্থর বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইয়ের আবেদন মঞ্জুর রাজ্যপালের
পার্থ চট্টোপাধ্য়ায় ছিলেন তৃণমূল সরকারের পূর্ণ মন্ত্রী। দুর্নীতির জেরে গ্রেফতার হওয়ার পর তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল। তিনি নিজে এখনও ইস্তফা দেননি। একজন পূর্ণ মন্ত্রীকে রাজ্যপাল যেহেতু শপথবাক্য পাঠ করান, সেই কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত করতে গেলে বিধানসভার অধ্যক্ষের পাশাপাশি রাজ্যপালের কাছে অনুমোদনও নেওয়া বাঞ্ছনীয়। তাই সিবিআই-এর তরফে আবেদন করা হয়েছিল। এবার সেই অনুমোদনপত্রে সাক্ষর করলেন রাজ্যপাল।
নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত এক বছরে একাধিক নেতাদের গ্রেফতার ক্রেচক্সহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তৃণমূল নেতা, শিক্ষা দফতরের একাধিক আধিকারিক আপাতত এই দুর্নীতির দায়ে জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও আরও এক বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও নিয়োগ দুর্নীতির জেরে জেল খাটছেন।