রাজ্য

‘পদ আজ আছে, কাল নেই, কাঁচি দিয়ে কেটে দিতে দু’মিনিটও লাগবে না’, দলের কর্মীদেরই হুঁশিয়ারি মদনের, হঠাৎ কেন এমন হুঙ্কার?

মাঝেমধ্যেই নানান ধরণের মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি। আর এই কারণে তাঁর দলকেও কম অস্বস্তিতে পড়তে হয় না। এবার ফের একবার দলের কর্মী, বিক্ষুব্ধ কাউন্সিলরদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি শানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বললেন, “পদ আজ আছে কাল কাঁচি দিয়ে কেটে দিতে দুই মিনিট সময় লাগবে না”।

গতকাল, মঙ্গলবার উত্তর ২৪ পরগণার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মদন মিত্র। সেখান থেকেই দলীয় কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি শানান তিনি। বলেন, তাঁর কাছে অনেকেই অভিযোগ করেছেন যে কেউ কেউ নাকি তাদের কাজে বাধা দিচ্ছে। এরপরই মদনের হুঁশিয়ারি, “এলাকায় অনেকে কাজ করতে অসুবিধা করছে। আমরা এমন অসুবিধা করবো পায়ে কেঁদে পড়া ছাড়া উপায় থাকবে না”।

কর্মীদের উদ্দেশে কড়া বার্তা মদনের

এদিন সভা থেকে দলীয় কর্মী ও বিক্ষুব্ধ কাউন্সিলরদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মদন বলেন, “কার কত বড় জ্যাক। আমি জানতে চাই না। প্রকৃত তৃণমূল কর্মীদের যারা চেপে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যারা মদত দেবেন। তারা সাবধান। আমরা কিন্তু তাদের পর্যবেক্ষণে রেখেছি। পদ আজকে আছে কালকে কাঁচি দিয়ে কেটে দিতে দু’মিনিট সময় লাগবে না। এলাকায় কোনও গুলি গালা বরদাস্ত করা যাবে না”।

Back to top button
%d bloggers like this: