নিম্নচাপের জের, অবশেষে বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ, ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা সেভাবে মেলেনি। মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পেয়েই মন ভরাতে হয়েছে দক্ষিণবঙ্গের মানুষকে। তবে এবার প্রহর গোনা শেষ হল বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে আজ, মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। উত্তর বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপ। এর জেরে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস।
কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
কলকাতা-সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। এরমধ্যে ৫ জেলায় আবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন সরে এসেছে দক্ষিণবঙ্গে। আবহবিদদের মতে, মৌসুমী অক্ষরেখা পাটনা, দেওঘর, দিঘা ও সংলগ্ন এলাকার উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোসাগরের উপকূল এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরবে। এর জেরেই উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। জলীয় বাষ্প টেনে আরও গভীর হবে নিম্নচাপ। এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে।
প্রবল বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে। ফলে কলকাতা ও সংলগ্ন নিচু এলাকায় জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল, সোমবার সন্ধ্যের পর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। আজ ও আগামীকালও এমনই বৃষ্টি হবে। তবে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন ঘটবে না।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও মাঝারি বৃষ্টি হবে বলে জানাল আবহাওয়া দফতর।