রাজ্য

বর্ষা এলেও বৃষ্টির দেখা নেই মহানগরে, ঝিরিঝিরি বৃষ্টিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে, পাহাড়ে জারি ভারী বৃষ্টির সতর্কতা

বর্ষা প্রবেশ করেছে বটে কিন্তু বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। অন্যদিকে আবার উত্তরবঙ্গে শেষই হচ্ছে না দুর্যোগ। বর্ষার এমন পক্ষপাতিত্বের জেরে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। একদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পূর্বাভাস।

কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

আজ, বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে তবে এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ কমবে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রাও কিছুটা কমতে পারে। কিন্তু আর্দ্রতাজনিত পরিস্থিতি বজায় থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। কলকাতাতেও এক পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে। আজ, বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি।

তবে উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই দিনাজপুর ও মালদহে কমতে পারে বৃষ্টির পরিমাণ।

আর কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা?

জানা যাচ্ছে, আগামী চার-পাঁচ দিন অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও মণিপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন উত্তরাখণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশেও প্রবল বৃষ্টির হতে পারে। অন্যদিকে, গুজরাত, পাঞ্জাব, হরিয়ানাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। মহারাষ্ট্রের বেশ কিছু জেলাও ভিজবে ভারী বৃষ্টিতে।

Back to top button
%d bloggers like this: