প্রযুক্তি

চলতি সপ্তাহেই লঞ্চ হচ্ছে দুর্ধর্ষ কিছু স্মার্টফোন, দামও একেবারে সাধ্যের মধ্যে, কেনার আগে দেখে ফিচার্স

নতুন বছর শুরু হতেই একের পর এক নতুন স্মার্টফোন নজর কেড়েছে গ্রাহকদের। এবার জুলাই মাসের শুরুতেও বাজারে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন। কোন ফোনের কত দাম, কী কী রয়েছে সেসব ফোনে, সবটা বিস্তারিতভাবে জেনে নিন এখানেই।

Samsung Galaxy M34 5G

Samsung-er0 এই ফোনটি লঞ্চ করবে ৭ই জুলাই। এই ফোনে থাকছে ৬০০০ মেগাহার্টজ ব্যাটারি, Exynos ১২৮০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৬.৪ ইঞ্চি এফএইচডি প্লাস AMOLED ডিসপ্লে পাবেন। এই স্মার্টফোনটির দাম প্রায় ১৯,০০০ টাকা। অ্যামাজন থেকে গ্রাহকরা এই ফোনটি কিনতে পারেন।

Oneplus Nord 3 এবং CE 3

আজ, ৫ই জুলাই দু’টি স্মার্টফোন লঞ্চ করবে Oneplus। OnePlus Nord-এর দাম শুরু হবে ৩২,৯৯৯ টাকা থেকে। এই দু’টি ফোনই মিলবে অ্যামাজনে। দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে OnePlus Nord 3। এতে থাকবে ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity ৯০০০ SoC আর ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও থাকছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে।

Motorola Razr 40 সিরিজ

Motorola-র এই সিরিজটি লঞ্চ হয়েছে গতকাল, ৪ই জুলাই। এই সিরিজের অধীনে দু’টি ফোন লঞ্চ হয়েছে। এর মধ্যে রয়েছে Motorola Razr 40 ও 40 ultra। স্মার্টফোনটির দাম শুরু ৫৯,৯৯৯ টাকা থেকে। বিশ্বের সবচেয়ে পাতলা এবং সবচেয়ে বড় কভার ডিসপ্লের ফোনে পেতে চলেছেন গ্রাহক। ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন।

Realme Narzo 60 সিরিজ

আগামী ৬ই জুলাই লঞ্চ হবে Realme Narzo 60 সিরিজ। এই সিরিজে দু’টি স্মার্টফোন লঞ্চ করা হবে। এর মধ্যে রয়েছে Realme Narzo 60 ও 60 Pro। অ্যামাজন থেকে কেনা যাবে এই দু’টি ফোন। এই সিরিজে আড়াই লক্ষেরও বেশি ছবি সেভ করা যাবে। এই সিরিজের বেস মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। এই দু’টি স্মার্টফোনই ৬.৪ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ও এতে MediaTek Dimensity ৬০২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

IQOO Neo 7 Pro 5G

গতকাল, ৪ই জুলাই লঞ্চ হয়েছে এই স্মার্টফোনটি। এই ফোনটির দাম ৩৩,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি, একটি গেমিং চিপ, স্ন্যাপড্রাগন এইট প্লাস জেনারেশন ১ এসওসি চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর ১২০ ওয়াট ফাস্ট চার্জার। অ্যামাজন থেকে অর্ডার করা যাবে এই ফোনটি।

Back to top button
%d bloggers like this: