শুভেন্দুর সঙ্গে দেখা করলেন হিরণ, দলবদলের জল্পনার মাঝেই বিরোধী দলনেতার সঙ্গে নিজাম প্যালেসে বিজেপি বিধায়ক

সম্প্রতি বঙ্গ রাজনীতিতে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) নামটা একটু বেশিই চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। খড়গপুরের বিজেপি বিধায়কের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে দেখা করতে যাওয়া ও তৃণমূলে যোগদানের জল্পনা এখন চারিদিকে ঘুরছে। এসবের মাঝেই এবার গতকাল সন্ধ্যায় হিরণকে দেখা গেল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে।
জানা গিয়েছে, গতকাল, শুক্রবার সন্ধ্যায় নিজাম প্যালেসে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন হিরণ চট্টোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টা কথা হয় দু’পক্ষের মধ্যে। ছবিও তোলেন তারা। ছবিতে দেখা গিয়েছে শুভেন্দু হিরণের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ব্যাকড্রপে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি।
তবে দু’পক্ষের মধ্যে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে ছবির মাধ্যমেই যেন যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন তারা। সম্প্রতি হিরণের একটি ছবি নিয়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। সোশ্যাল মিডিয়ায় দাবী করা হয়েছিল যে অভিষেকের ক্যামাক স্ট্রীটের অফিসে বসে ওই ছবি তোলা হয়েছিল। যদিও ব্যাকড্রপে তৃণমূলের লোগোও দেখা গিয়েছিল বটে।
তবে সেই ছবির সত্য-মিথ্যা নিয়ে কোনও মন্তব্য করেন নি হিরণ। একটি টুইট করেছিলেন যাতে একটি জনসভায় তাঁকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দেখা গিয়েছিল। বিজেপির একাংশের দাবী ছিল যে হিরণের ছবি ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছিল।
হিরণের টুইটার হ্যান্ডেল নিয়েও কম জল্পনা হয়নি। সেখান থেকে উড়ে গিয়েছিল বিজেপি বিধায়ক কথাটি। অনেকেই ভেবেছিলেন হিরণ হয়ত দল ছাড়ছেন। তবে এসমস্ত জল্পনার মধ্যে শুভেন্দুর সঙ্গে হিরণের এক সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।