রাজ্য

কন্যাসন্তান জন্ম দেওয়ার ‘অপরাধ’! গৃহবধূকে মারধর করে জোর করে বিষ খাইয়ে খু’ন করল স্বামী-শ্বশুরবাড়ির লোকজন

মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। এটাই ছিল তাঁর মস্ত বড় ‘অপরাধ’। আর এর জেরে মারধর করে বিষ খাইয়ে গৃহবধূকে খু’ন করল তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডুবো পাড়া এলাকায়।

গতকাল, শুক্রবার রাতে ঘটে এই ঘটনা। মৃত ওই গৃহবধূর নাম শিবানী মণ্ডল। জানা গিয়েছে, বছর তিনেক আগে বাপি মণ্ডল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় ২২ বছর বয়সী শিবানীর। ওই দম্পতির দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলে খবর।

শিবানীর পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পরই অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় শিবানীর স্বামী। এই ঘটনা জানাজানি হতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। শিবানীর পরিবার জানায়, তিনি এই নিয়ে প্রতিবাদ করলেই তাঁকে নিয়মিত মারধর করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। শিবানীর পরিবার সূত্রে খবর, আগে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শিবানী।

মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরই শিবানীর উপর অত্যাচারের পরিমাণ বেড়ে যায় বলে অভিযোগ তাঁর পরিবারের লোকজন। অভিযোগ, শুক্রবার শিবানীর স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করে জোর করে বিষ খাইয়ে দেয়। শিবানীকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই শিবানীর স্বামী পলাতক। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তকারীদের দাবী, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Back to top button
%d bloggers like this: