তৃণমূল বিধায়কের বাড়ি থেকে মিলল ‘কুবেরের ধন’! প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার ১১ কোটি টাকারও বেশি

জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA) জাকির হোসেনের (Jakir Hossain) বাড়ি থেকে এবার উদ্ধার হল কুবেরের ধন। তাঁর কলকাতা, দিল্লি ও মুর্শিদাবাদের বাড়িতে অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা (income tax officers)। সেই অভিযান চালিয়েই মিলেছে কোটি কোটি টাকা। শুধুমাত্র মুর্শিদাবাদ থেকে মিলেছে ১১ কোটি টাকা।
গতকাল, বুধবার সকালে ওই তিনটি জায়গা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সাড়ে দশটা নাগাদ ৬টি গাড়ি করে আয়কর দফতরের আধিকারিকরা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়িতে হাজির হন। জাকির হোসেনের বাড়ি থেকে কিছুটা দূরেই রয়েছে বিড়ি, তেল ও নানান ব্যবসায়িক প্রতিষ্ঠান।
বেশ কয়েকজন আয়কর দফতরের আধিকারিক সেখানেও হানা দেন। চালকল, তেলকল, বিড়ি কারাখানা-সহ একাধিক জায়গায় চালানো হয় তল্লাশি। এই তল্লাশি চালিয়েই উদ্ধার হয় ১১ কোটি টাকা। এর মধ্যে একটি অফিস থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে ৯ কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১১টা নাগাদ সুতিতে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল বিধায়ক জাকিরের বাড়ি সংলগ্ন বিড়ি ফ্যাক্টরি এএবং সামশেরগঞ্জের গোবিন্দপুরের আনন্দ কারখানায় হানা দেওয়া হয়।
এদিন কারখানার চারদিক ঘিরে ফেলে বিএসএফ জওয়ানরা। বেশ কয়েকজন আয়কর দফতরের আধিকারিক কাউকে কিছু না বলেই ভিতরে ঢুকে যান। তারপর চলে তল্লাশি অভিযান। দীর্ঘক্ষণ সেখানে থাকার পর বেরিয়ে অন্যত্র চলে যান তাঁরা। পরে জাকির হোসেনের চালকল-তেলকল ও বাড়িতেও তল্লাশি চালানো হয়। বিড়ি কারখানাগুলির নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা।