নিন্দনীয়! ভারতীয় জওয়ানকে বেধড়ক মারধর বাংলায়, কাঠগড়ায় শপিং মলের নিরাপত্তা রক্ষীরা, ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে রাজ্যবাসী

আমরা যে প্রতিদিন সুন্দরভাবে নিজেদের জীবনটা অতিবাহিত করছি বা রাতের শান্তির ঘুম ঘুমোতে পারছি, তার প্রধান কারণ কিন্তু আমাদের দেশের সীমান্ত রক্ষাবাহিনী। তারা যদি সীমান্তে শত্রুদের মুখে দাঁড়িয়ে দেশকে রক্ষা না করতেন, তাহলে আমাদের চোখের পাতাও নিশ্চিন্তে বন্ধ হত না। কিন্তু সেই সেনা-জওয়ানদের উপরই যদি হামলা হয়, তাহলে এর থেকে লজ্জাজনক বিষয় বোধ আর হয় না।
নানান সময় কত ধরণের ভিডিওই তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিছু ভিডিও আমাদের মনকে শান্ত করে। কিছু ভিডিও দেখলে আমরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়ি তো কখনও কোনও ভিডিও আমাদের নিখাদ আনন্দ দেয়। তবে সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেল, যা আমাদের লজ্জার কারণ।
যে জওয়ানরা আমাদের প্রতিনিয়ত রক্ষা করে চলেছে, তাদের উপরেই এবার হামলা হল। বেধড়ক মারধর করা হল তাদের। আর তাও সেটা এই বাংলায়। রাজ্যবাসীর কাছে যা অত্যন্ত লজ্জার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ভারতীয় জওয়ানের উপর চড়াও হয়েছেন এক শপিং মলের কিছু নিরাপত্তা রক্ষী। বেধড়ক মারধর করা হচ্ছে তাঁকে।
ভিডিওতে দেখা গিয়েছে, মারতে মারতে ওই জওয়ানকে মলের চত্বরের বাইরে নিয়ে আসে ওই নিরাপত্তারক্ষীরা। তাদের বাধা দিতে গেলেও কোনও লাভ হয়নি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের একটি শপিং মলে। তবে ঘটনার সূত্রপাত ঠিক কী থেকে, তা স্পষ্ট জানা যায় নি।
এই ভিডিও দেখে নিরাপত্তারক্ষীদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। একজন ভারতীয় জওয়ানের উপর তারা কীভাবে এমন হামলা করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। ওই নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবী তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আবার সেখানে উপস্থিত লোকজনদের উপরেও ক্ষোভ উগড়ে দিয়েছেন যে এমন ঘটনা যখন ঘটছিল, সেই সময় কেউ কেন নিরাপত্তারক্ষীদের আটকাতে যান নি। এই ভিডিও পোস্ট হতেই বেশ ভাইরাল হয়েছে।