ভয়াবহ দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকি, বরাত জোরে প্রাণে বাঁচলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক

বেশ বড়সড় দুর্ঘটনার (accident) কবলে পড়ল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawshad Siddiqui) গাড়ি। একটুর জন্য প্রাণে বাঁচলেন বিধায়ক। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছির (Satragachi) কাছে কোণা এক্সপ্রেসওয়েতে। এই ঘটনায় কোনও চক্রান্ত থাকতে পারে বলে অনুমান আইএসএফ বিধায়কের (ISF MLA)।
আজ, সোমবার বিধানসভার উদ্দেশে রওনা দেন নওশাদ সিদ্দিকি। যাওয়ার পথে সাঁতরাগাছির কাছে পঞ্চবটি এলাকায় ঘটে দুর্ঘটনা। আইএসএফ বিধায়কের দাবী, সিগন্যাল ছাড়া আচমকাই থেমে যায় একটি খাবার সরবরাহকারী গাড়ি। বিধায়কের গাড়ির পিছন দিক থেকে ধাক্কা মারে ওই গাড়িটি। বিধায়কের গাড়ির বনেটের ব্যাপক ক্ষতি হয়। তবে কপাল জোরে কোনও চোট লাগেনি নওশাদের।
এমন দুর্ঘটনার জেরে বেশ আতঙ্কিত হয়ে পড়েন বিধায়ক। নওশাদের কথায়, “সিগন্যাল খোলা ছিল। তাই আমার গাড়ির সামনে যে গাড়িটি ছিল সেটি কেন দাঁড়িয়ে পড়ল তারই উত্তর খুঁজছি আমি। আমার মনে হয় ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে”। এই দুর্ঘটনার জেরে সাঁতরাগাছি সংলগ্ন জাতীয় সড়কে বেশ যানজট তৈরি হয়।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে খবর।