রাজ্য

WB Election 2021: বিজেপিতে যোগ দিয়েই শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক জটু লাহিড়ী, চাপের মুখে তৃণমূল

গতকালই যোগ দিয়েছেন বিজেপিতে। আর আজই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন প্রবীণ নেতা জটু লাহিড়ী। বেশ জপ্র গলাতেই তিনি বলেন যে পশ্চিমবঙ্গে গত ১০ বছরে কোনও উন্নয়ন হয়নি। তৃণমূল কোনও উন্নয়ন করেনি।

গত শুক্রবারই তৃণমূলের তরফে ঘোষণা করা হয় আসন্ন বিধানসভার প্রার্থী তালিকা। এবারের প্রার্থী তালিকায় স্থান পাননি বেশ কিছু পুরনো বিধায়ক। যে কারণে মনক্ষুণ্ণ হয়ে টিকিট না পাওয়া বেশ কিছু বিধায়ক বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে দেখা করেন। ইচ্ছাপ্রকাশ করেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার। এদের মধ্যেই একজন হলেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। বিজেপিতে যোগ দিতে না দিতেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন এই বর্ষীয়ান নেতা। যা বিধানসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই শাসকদলকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছে।

আরও পড়ুন- মুকুল এফেক্টের জেরেই তৃণমূলে ভাঙন! তৃণমূলের অসন্তোষই বিজেপির প্রার্থী তালিকা গড়ার সহায়

গতকাল, সোমবার তৃণমূলত্যাগী টিকিট না পাওয়া ৫ বিধায়ক বিজেপিতে যোগ দেন। গেরুয়া পতাকা হাতে তুলে নেন জটু লাহিড়ীও। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “তৃণমূল বাংলার উন্নয়নের জন্য কিছুই করেনি। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, তিনি এক কোটি সাইকেল দিয়েছেন। এক কোটি সাইকেলের দাম প্রায় ৩০ হাজার কোটি টাকা। সাইকেলের কারখানা ৫ একর জায়গায় করা যেত”।

আরও পড়ুন- ভাঙন অব্যাহত! নিঃশর্তে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী ৫ বিধায়ক 

তৃণমূলের দীর্ঘদিনের সৈনিকের মুখে এই ধরণের মন্তব্যতে স্বাভাবিকভাবেই সাড়া পড়েছে ঘাসফুল শিবিরে। এমনিও, গেরুয়া শিবির বারবারই রাজ্যের অনুন্নয়ন নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করতে কসুর করে না। এর মধ্যে তৃণমূলত্যাগী নেতার গলাতেই এমন সুরের ফলে বেশ চাপের মুখেই পড়েছে শাসকদল, তা বলাই বাহুল্য। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই দাবী করে এসেছেন যে রাজ্যে প্রভূত উন্নতি হয়েছে। কিন্তু জটু লাহিড়ীর এমন মন্তব্য উদ্বেগ তৈরি করেছে রাজ্য রাজনীতিতে।

Back to top button
%d bloggers like this: