রাজ্য

‘বুলডোজার দিয়ে ভেঙে ফেলুন’, বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে ফের বুলডোজার নীতির পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কলকাতার পর এবার কোথায়?

ফের একবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নীতি অবলম্বন করার পরামর্শ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি সপ্তাহে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন বিচারপতি। সেখানেই গত বৃহস্পতিবার কালিম্পং পুরসভা এলাকায় এক বেআইনি নির্মাণ মামলায় বুলডোজার ব্যবহারের পরামর্শ দিলেন বিচারপতি। তাঁর কড়া নির্দেশ, আগামী ২২শে আগস্টের মধ্যে যদি নির্মাণ না ভাঙা হয়, তাহলে পুরসভার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে।

কী অভিযোগ উঠেছে?

অভিযোগ, কালিম্পং পুরসভার থেকে অনুমতি না নিয়েই বেআইনিভাবে একটি নির্মাণ করা হয়েছিল। এই নিয়ে বীরবাহাদুর বলন নামে এক স্থানীয় বাসিন্দা আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় ইতিমধ্যেই আদালত নির্দেশ দিয়েছিল যে বেআইনি ওই নির্মাণটি ভেঙে ফেলতে হবে। গত সোমবার ওই নির্মাণটি ভাঙার কথা ছিল। তবে তা না হয়নি।

সেই কারণে এই বিষয়টি ফের আদালতের নজরে আনেন মামলাকারী। ভবনের একটি অংশ ভাঙা হয়েছিল, সম্পূর্ণ ভবন নয়। সেই মামলাতেই পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে ডেকে পাঠানো হয়েছিল আদালতে। আদালতের নির্দেশের পরও কেন তা কার্যকর হয়নি, তা জানতে চায় হাইকোর্ট। কালিম্পং পুরসভার এক্সিকিউটিভ অফিসার সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে জানান, প্রথমে পুরসভা মনে করেছিল ওই নির্মাণের একটি অংশ বেআইনি। পরে জানা যায়, পুরো বিল্ডিংটিই বেআইনিভাবে তৈরি হয়েছে।

এর জেরে গোটা বিল্ডিংটি ভাঙার জন্য পুরসভার অতিরিক্ত সময় লাগবে বলে জানানো হয়। কমপক্ষে পাঁচ দিন সময় দেওয়া হোক, এমন আর্জি জানানো হয়েছিল। সেই আর্জি মঞ্জুর করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, আগামী ২২ আগস্ট বিকেল ৪টের মধ্যে ওই ভবনটি ভাঙতে হবে। পরের দিন তা নিয়ে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। এই নির্দেশ অনুযায়ী কাজ না হলে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করবে আদালত।

এর আগেও বুলডোজার দাওয়াই দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতার মানিকতলার একটি অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলায় বুলডোজ়ার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০২১ সালে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানু পাল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। অভিযোগ ছিল, তাঁর পৈতৃক বাড়ি দখল করে বেআইনি নির্মাণ করেছেন এক প্রতিবেশী। সেই মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এলে তিনি বলেছিলেন, “ওই নির্মাণ ভাঙতে প্রয়োজনে যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজ়ার ভাড়া করুন”। এরপর বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

Back to top button
%d bloggers like this: