‘শুধু বদলি চাইলেই হবে, আগে ভালো করে পড়ান’, শিক্ষক বদলির আর্জি প্রসঙ্গে এজলাসে ধমক বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বদলি নিয়ে শিক্ষকদের আর্জি নতুন কোনও ঘটনা নয়। এরকম আবেদন আসতেই থাকে। অনেকেই নেতা-মন্ত্রীদের প্রভাব খাটিয়ে ঠিক বদলি আদায় করে নেন তো কেউ আবার মামলা করেন বদলির জন্য। এবার শিক্ষকদের এই বদলির আবেদন নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানান যে বদলির নির্দেশ দেওয়ার আগে স্কুল পিছু ছাত্র ও শিক্ষকের অনুপাত খতিয়ে দেখা হবে, তারপরই কোনও নির্দেশ দেওয়া হবে।
এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “শিক্ষকদের যেমন বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে, ছাত্রদেরও তেমনই উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। এই আদালত ওই পড়ুয়াদের জন্য অধিক চিন্তিত”।
সম্প্রতি পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুল থেকে বদলি চেয়ে আদালতে মামলা করেছিলেন এক শিক্ষক। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর আইনজীবীর কাছে জানতে চান ওই স্কুলে কত জন পড়ুয়া রয়েছে। জবাবে আইনজীবী জানান, স্কুলটিতে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করেন।
এরপরই বিচারপতি বলেন, “এখন আগে ভালো করে ছাত্রদের পড়াতে বলুন। আমি কোনও বদলির নির্দেশ দেব না। বিচারপতি বিশ্বজিৎ বসু বদলি মামলায় রাজ্যের স্কুলগুলিতে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানতে চেয়েছেন। আমিও এ ক্ষেত্রে তা-ই জানতে চাইছি”।
এদিন নিজের পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “শিক্ষকরা বদলি চাইছেন। তাঁরা বেতন নিচ্ছেন। অন্যান্য সুযোগও পাচ্ছেন। এটা তাঁদের অধিকার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ছাত্রদেরও উপযুক্ত শিক্ষার অধিকার রয়েছে। তা থেকে তারা যেন বঞ্চিত না হয়। শুধু বদলি চাইলেই হবে না”।
এর আগে অন্য একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুও নবান্নর থেকে ছাত্র-শিক্ষকের অনুপাত জানতে চেয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমিও তা চাইছি। আগে তা দেখে নিই। তারপর এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে”।