রাজ্য

‘কাকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন? টাকা ফেরত পেতে চাইলে আমাকে জানান’, চাকরিহারাদের প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা বঙ্গ রাজনীতি উত্তাল। এই নিয়ে মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা দেখছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলা নিয়ে নানান পর্যবেক্ষণ ইতিমধ্যেই করেছেন তিনি। এবার চাকরিহারাদের উদ্দেশে পরামর্শ দিলেন বিচারপতি।

২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান চাকরিহারারা। সুপ্রিম কোর্ট ফের হাইকোর্টকেই সে মামলা শোনার নির্দেশ দেয়। সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হলফনামা জমা দিয়েছিলেন ২৬৮ জন।

গতকাল, বুধবার ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। এর আগে চাকরি বাতিল হয় ৫৩ জনের। আর আজ, বৃহস্পতিবার ফের একবার ৫৯ জনের চাকরি বাতিল হল। এরপরই চাকরিহারাদের উদ্দেশে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় আইনজীবীদের উদ্দেশে বলেন, “আপনাদের মক্কেলরা যে টাকা দিয়ে চাকরি পেয়েছিল আপনারা জানেন? কাকে টাকা দিয়েছিল চাকরি পাওয়ার জন্যে? সে কথা আপনাদের বলেছে? তারা কি টাকা ফেরত পেতে চায়? প্রয়োজনে আমাকে জানাতে পারেন”।

এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে ধেড়ে ইঁদুর বেরোবে। তবে সেবার সরাসরি কারোর নাম করেন নি তিনি। এবার চাকরিহারারা কাকে বা কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তা জানতে চাইলেন বিচারপতি। এখন যদি তারা কারোর নাম সত্যিই বলেন, তাহলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা জানার জন্য উৎসুক সকলেই।

Back to top button
%d