রাজ্য

নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল আরও এক তৃণমূল নেতার, অষ্টম শ্রেণী পাশ করেই প্রাথমিক শিক্ষক, আদালতে তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ফের নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল শাসক দলের আরও এক নেতার বিরুদ্ধে। ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠল যে তিনি নাকি টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন। শুধু তাই-ই নয়, নিজে অষ্টম শ্রেণী পাশ করেও প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি করছেন তিনি, এও জানা গিয়েছে।

এই অভিযোগ পাওয়ার পরই তৃণমূল নেতাকে আগামী ১৬ই ডিসেম্বর আদালতে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার দুপুর ১টার মধ্যে তাঁকে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হলেন দেবজ্যোতি ঘোষ। অভিযোগ, তিনি অষ্টম পাশ করে। কিন্তু তাও তিনি প্রাথমিক শিক্ষক পদে চাকরি করছেন। আবার পর্ষদের আপিল কমিটিতেও তিনি ছিলেন। বর্তমানে আর আপিল কমিটির সদস্য নন দেবজ্যোতি। এই অভিযোগ পাওয়ার পর আগামী ১৬ই ডিসেম্বর তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আদালতের তরফে ব্যারাকপুর কমিশনারকে নির্দেশ দেওয়া হয় যাতে দেবজ্যোতির বাড়ির ঠিকানা অনুযায়ী সংশ্লিষ্ট থানাকে সমস্ত কিছু জানানো হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় এও হুঁশিয়ারি দেন যে দেবজ্যোতি ঘোষ যদি আদালতে হাজিরা না দেন, তাহলে আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।

বলে রাখি, দেবজ্যোতি ঘোষ মূল নিয়োগ দুর্নীতি মামলার পার্টি। ইতিমধ্যেই তাঁকে জেরা করেছে সিবিআই। দেবজ্যোতি নিজের পাসপোর্টের ফর্মে নিজেকে অষ্টম শ্রেণী পাশ বলে দাবী করেছেন বলে জানা গিয়েছে। অথচ তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে তিনি ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত। তিনি বেতন নিচ্ছেন। কিন্তু বিচারপতির মত, তিনি নির্বাচনে লড়ার আগে আদপে অনুমতি নিয়েছেন কী না, তা খতিয়ে দেখা দরকার। তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে নিয়োগ করার অভিযোগও রয়েছে বলে খবর। বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার তাঁকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন।

Back to top button
%d