‘এখন শুধু লড়াই চলছে, আসল যুদ্ধ এখনও বাকি’, নিয়োগ দুর্নীতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

গত এক বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য উত্তাল। এই দুর্নীতির জেরে গ্রেফতার হয়েছেন শাসক দলের অনেক তাবড় তাবড় নেতারা। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিকের বিরুদ্ধে এবার নিয়োগ দুর্নীতি ছাড়াও পোস্টিং দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই মামলার প্রসঙ্গেই ফের এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পোস্টিং দুর্নীতির জেরে গত মঙ্গলবার রাতেই জরুরি ভিত্তিতে মানিক ভট্টাচার্যকে জেরা করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী, সেদিন রাতে সিবিআই প্রায় আড়াই ঘণ্টা জেরা করে মানিক ভট্টাচার্যকে। পরদিন অর্থাৎ বুধবার ফের তাঁকে জেরা করে সিবিআইআয়ের তিন আধিকারিক।
এদিন দুপুরেই এই মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে। এদিন সিবিআই জানায়, মানিক ভট্টাচার্যকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই ভিত্তিতে আরও কয়েকজনকে জেরা করার পরিকল্পনা করছেন গোয়োন্দারা। ফলে সেই তথ্য এখনই প্রকাশ্যে আনা যাবে না। আগামী ৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওইদিন মানিককে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিং আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন এজলাসে কী তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?
এদিন সিবিআইয়ের আইনজীবীকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এখন লড়াই চলছে। কিছু ভালো আইনজীবীর জন্য লড়াইটা এখনো চলছে। অভিযুক্তরা তো পার পেতে চাইবেই। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আসল যুদ্ধ এখনো বাকি”।