রাজ্য

দেশে প্রথম! কলকাতা পুলিশ খুলছে অ্যান্টি ফ্রড ব্যাঙ্ক থানা

দেশের বহু মানুষ নিত্যদিন ব্যাঙ্ক জালিয়াতির শিকার হন। ‌আজকাল বেশিরভাগ ক্ষেত্র‌ই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এতে বাঁচছে সময় কিন্তু বাড়ছে জালিয়াতির সংখ্যা। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার এবং ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত অভিযােগের সংখ্যা বাড়ছে তীব্রকারে।

এই যেমন, লকডাউনের পর থেকেই কলকাতা শহরে ব্যাঙ্ক প্রতারণার অভিযােগ বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ । এবার সেই সমস্ত অপরাধেই রাশ টানতে সাইবার থানার ধাঁচে প্রথম অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড থানা খুলতে চলেছে লালবাজার। কিছুদিন আগেই কলকাতা পুলিশের তরফে নতুন এই থানা খােলার প্রস্তাব পাঠানাে হয়েছিল রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কাছে।

আরও পড়ুন: তৈরী হল বিজেপির প্রার্থী তালিকা, থাকছে অনেক চমক, অপেক্ষা শুধু শিলমোহরের

আপাত প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে নির্বাচনের পরেই ২০২১ সালের মধ্যেই লালবাজারের অন্দরেই খােলা হতে পারে নতুন এই অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড থানা। লালবাজারে স্পেশাল টাস্কফোর্স বা কলকাতা পুলিশের এসটিএফ থানা এবং সাইবার থানার পর এই নিয়ে তৃতীয় কোন‌ও বিশেষ থানা হতে চলেছে।

সেই সঙ্গে জানিয়ে দিই, এই মুহূর্তে সম্ভবত শুধুমাত্র ব্যাঙ্ক জালিয়াতি রুখতে কোন‌ও থানা নেই ভারতবর্ষে। নতুন এই থানা চালু হলে কলকাতা পুলিশই দেশের মধ্যে সম্ভবত প্রথম কোন‌ও পুলিশ কমিশনারেট হবে , যেখানে শুধুমাত্র ব্যাঙ্ক প্রতারণার অভিযােগের তদন্তের জন্য বিশেষ একটি থানা থাকবে।

এতদিন পর্যন্ত ব্যাঙ্ক প্রতারণা সংক্রান্ত তদন্তের কাজ করতাে কলকাতা পুলিশের গােয়েন্দা বিভাগের অন্তর্গত অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশন । কিন্তু এবার সেই সেকশনের থেকে থানায় রূপান্তরিত হলে , তদন্তের অগ্রগতি বহুগুণ বৃদ্ধি পাবে বলেই দাবি পুলিশের ।
Back to top button
%d bloggers like this: